থাইল্যান্ডে সিনেমার ৩০,০০০ টিকিট ফ্রি!

লিখেছেন লিখেছেন অরুণোদয় ১৫ জুন, ২০১৪, ০৮:০২:২৩ রাত



থাইল্যান্ডের বিভিন্ন প্রদেশের ১৬০টি থিয়েটারে ৩০,০০০ নাগরিককে বিনামূল্যে একটি সিনেমা দেখার ব্যবস্থা করে দিয়েছে দেশটির সামরিক সরকার। সিনেমাটির নাম "রাজা নারিসুআং ৫ এর লোককাহিনী"।

স্থানীয় সময় রোববার সকাল ১১টায় প্রদর্শনী শুরু হওয়ার কথা। কিন্তু বিনামূল্যে সিনেমার টিকিট সংগ্রহ করার জন্য হাজার হাজার নাগরিক নির্দিষ্ট সময়ের ৩-৪ ঘন্টা আগেই থিয়েটারে এসে পৌছায়। স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হয়, টিকিট শেষ হয়ে যাওয়ার ফলে কিছু কিছু থিয়েটারের বাইরে উত্তেজনা দেখা দেয়। আবার কয়েকটি থিয়েটার কর্তৃপক্ষ অতিরিক্ত দর্শকদের জন্য আলাদা বসার ব্যবস্থা করে।

সিনেমাটি দেখার জন্য মানুষের মাঝে বেশ আগ্রহ লক্ষ্য করা গেছে। জনপ্রিয় ইংরেজি দৈনিক ব্যাংকক পোস্টের খবরে এমনটাই বলা হয়েছে।

জুমনুনং পিআনাক (৭০) এবং তার স্ত্রী চানাই (৭৬) দীর্ঘ ৪০ বছর ধরে থিয়েটারে গিয়ে সিনেমা দেখননি। কিন্তু জান্তা সরকার বিনামূল্যে টিকেট সরবরাহের কথা বললে এই দম্পতি সপরিবারে সুকুথাই প্রদেশ থেকে সেন্ট্রাল প্লাজা শপিংমলে এসেছেন সিনেমা দেখার জন্য। জুমনুনং পিআনাক ব্যাংকক পোস্টকে বলেন, "মানুষের মাঝে সুখ ফিরিয়ে আনার জন্য সেনাবাহিনী বিনামূল্যে টিকিট দিবে, এটা জানার পর আমরা সত্যিই টিকিট চাই"। তিনি আরো বলেন, আমরা চাই সকল থাই নাগরিক আমাদের রাজার ত্যাগ ও দেশপ্রেম অনুধাবন করুক। সূত্র: ব্যাংকক পোস্ট, দি নেশন।

- See more at: http://www.timenewsbd.com/news/detail/15205#.U52nMZwcG_I

বিষয়: বিবিধ

৮২৫ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

235230
১৫ জুন ২০১৪ রাত ০৯:৪৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : কার্ল মার্কম দাবি করেছিলেন ধর্ম হচ্ছে জনগনের জন্য আফিম যা দিয়ে শাসক ও শোষক রা জনগনকে ভুলিয়ে রাখে। তিনি বেঁচে থাকলে বুঝতে পারতেন ধর্ম নয় বরং তথাকথিত সংস্কৃতি হচ্ছে জনগনের আফিম। সিনেমা সিরিয়াল ইত্যাদির দিয়ে জনগনকে শোষনের কথা ভুলিয়ে রাখা হয়।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File