রাশিয়া সফরে যাচ্ছেন হামাস নেতা

লিখেছেন লিখেছেন অরুণোদয় ০৩ জুন, ২০১৪, ০১:৩৮:১৮ দুপুর



হামাস নেতা খালিদ মিশাল চলতি মাসে রাশিয়া সফর করবেন বলে আশা করা হচ্ছে। সংগঠনটির মুখপাত্র হুসাম বদরান 'প্যালেস্টাইন' পত্রিকার সাথে আলাপকালে এ কথা জানিয়েছেন।

হুসাম বদরান বলেন, মস্কোর আমন্ত্রণের প্রেক্ষিতে এই সফর নির্ধারণ করা হয়েছে। ফিলিস্তিনের সাম্প্রতিক ইস্যু এবং ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসনের বিষয়ে আলোচনা হবে খালিদ মিশালের রাশিয়া সফরে।

মে মাসে কাতারের রাজধানী দোহায় হামাস নেতৃবৃন্দ এবং রাশিয়ার সহকারী পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানোভের মধ্যে একটি বৈঠক হয়। এই বৈঠকে হামাস নেতার রাশিয়া সফরের বিষয়টি নির্ধারিত হয়েছিল। সূত্র: মিডিলিস্ট মনিটর

ঢাকা, ৩ জুন (টাইমনিউজবিডি)// টিআই।

বিষয়: বিবিধ

৮৫২ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

230018
০৩ জুন ২০১৪ দুপুর ০৩:২৮
ছিঁচকে চোর লিখেছেন : যায় যাক তাতে দোষের কি

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File