টিভির পর্দায় পুলিশ, বাস্তবে খুনী

লিখেছেন লিখেছেন অরুণোদয় ২১ মে, ২০১৪, ০৯:৫৫:৪৯ রাত



৫১ বছর বয়সী অভিনেতা মিশেল জেস। তিনি আমেরিকান ধারাবাহিক নাটক "দ্যা শিল্ড"-এ পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন। দর্শকদের কাছে পেয়েছেন আলাদা পরিচিতি।

টিভির পর্দায় পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করলেও বাস্তব জীবনে ঘটিয়েছেন উল্টো ঘটনা। সিবিএস নিউজের খবরে বলা হয়, সোমবার রাত ৮টা ৩০ মিনিটে মিশেল জেস তার স্ত্রী এপ্রিল জেসকে(৪০) গুলি করে হত্যা করেন। এর মাধ্যমে তাদের ১০ বছরের দাম্পত্য জীবনের ইতি ঘটে। ঘটনাস্থল থেকে পুলিশ একটি বন্দুক উদ্ধার করেছে। গ্রেফতার করেছে মিশেলকে। ধারণা করা হচ্ছে, হত্যাকাণ্ডে বন্দুকটি ব্যবহৃত হয়েছে। এছাড়া, হত্যাকাণ্ডের সময় এই দম্পতির ১০ বছরের কম বয়সী দুই সন্তান বাড়িতে উপস্থিত ছিল।

পারিবারিক কলহের জের ধরে মিশেল জেস তার স্ত্রীকে হত্যা করেন। তবে অর্থনৈতিক কারণে, নাকি বৈবাহিক জটিলতা থেকে কলহের সৃষ্টি হয়েছে; সেটা নিশ্চিত হতে পারেনি পুলিশ। এ বিষয়ে তদন্ত চলছে।

লস এঞ্জেলস'র গোয়েন্দা পুলিশ ভিনলুআন বলেন, গুলি করার পর মিশেল জেস নিজেই পুলিশকে ফোন করে ঘটনা সম্পর্কে অবহিত করে।

প্রতিবেশীরা জানিয়েছেন, গুলির শব্দের আগে তারা স্বামী-স্ত্রীর মধ্যকার বাদানুবাদের শব্দ শুনতে পেয়েছেন।

সূত্র: এপি, সিবিএস নিউজ।

- See more at: http://www.timenewsbd.com/news/detail/13243#sthash.fQDpxaLy.dpuf

বিষয়: বিবিধ

৮৮৯ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

224390
২১ মে ২০১৪ রাত ১০:৪০
ছিঁচকে চোর লিখেছেন : এরা হল ঠাণ্ডা মাথার খুনী।
224391
২১ মে ২০১৪ রাত ১০:৪০
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : হায় হায়রে ‍দুঃখজনক

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File