নাইজেরিয়ায় গ্রামে হামলায় নিহত ১৭

লিখেছেন লিখেছেন অরুণোদয় ২১ মে, ২০১৪, ০৪:০২:৩৭ বিকাল



নাইজেরিয়ার উত্তর-পূর্ব অঞ্চলের এলাগারনো গ্রামে বুধবার হামলায় ১৭ জন নিহত হয়েছে। হামলার জন্য ইসলামী গ্রুপ বোকো হারামকে অভিযুক্ত করা হচ্ছে।

গত মাসে যে এলাকা থেকে কয়েক'শ স্কুল ছাত্রীকে অপহরণ করা হয়েছে, তার কাছেই এলাগারনো গ্রামটি অবস্থিত।

এর আগে মঙ্গলবার জোছ শহরে ২টি বোমা হামলায় ১১৮ জন নিহত হয়। ঐ ঘটনার জন্যও বোকো হারামকে দায়ী করা হচ্ছে।

ঘটনার একজন প্রত্যক্ষ্যদর্শী বলেন, বোকো হারামের সন্দেহভাজন সদস্যরা মধ্যরাতে এসে কয়েক ঘন্টার মধ্যে গ্রামে হত্যাকাণ্ড ও লুটপাট চালায়। এরপর চুরি করা গাড়ি দিয়ে পালিয়ে যায়। গ্রামের প্রতিটি বাড়িতে তারা হামলা করেছে।

বিবিসি'র সাংবাদিক উইল রজার্স জানিয়েছেন, নাইজেরিয়ার উত্তর-পূর্ব অঞ্চলের নাগরিকরা হামলার হুমকির মুখে রয়েছে। অঞ্চলটি দুর্গম হওয়ার কারণে সরকারিবাহিনী পৌছতে পারে না। ফলে বিদ্রোহীরা খুব সহজেই তাদের কার্যক্রম চালিয়ে থাকে। সূত্র: বিবিসি।

- See more at: http://www.timenewsbd.com/news/detail/13194#sthash.Nnf8CJUW.dpuf

বিষয়: বিবিধ

৮৭৫ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

224245
২১ মে ২০১৪ বিকাল ০৫:৫৭
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : পৃথিবীতে এক খুন আর লাশ বেড়ে গেছে সত্যি দুঃখজনক।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File