২ ফিলিস্তিনি কিশোর হত্যার ভিডিও প্রকাশ

লিখেছেন লিখেছেন অরুণোদয় ২০ মে, ২০১৪, ০৭:৫৪:১৬ সন্ধ্যা



গত সপ্তাহে ফিলিস্তিনিদের এক বিক্ষোভে ইসরায়েলি নিরাপত্তাবাহিনীর হামলায় ২ কিশোর নিহত হয়েছে। তারা হলেন, মোহাম্মদ আবু তাহের (১৬) ও নাদিন নুয়ারা (১৭)।

ডিফেন্স ফর চিলড্রেন ইন্টারন্যাশনাল (ডিসিআই) নামের একটি মানবাধিকার গ্রুপ সম্প্রতি এ তথ্য জানায়।

মানবাধিকার গ্রুপটি এ সম্পর্কে ইউটিউবে একটি ভিডিও চিত্র প্রকাশ করেছে। ভিডিও চিত্রে দেখা যায়, ইসরায়েলি নিরাপত্তাবাহিনী যখন গুলি করেছে তখন দুই কিশোরের হাতে কোনো ধরনের মারাত্মক অস্ত্র ছিল না।

ওয়ার্ল্ডবুলেটিনের খবরে বলা হয়, ১৫ মে ফিলিস্তিনের পশ্চিম তীরের রামাল্লা শহরে একটি জেলখানার বাইরে বিক্ষোভ হয়। এসময় ইসরায়েলি নিরাপত্তাবাহিনীর সদস্যরা গুলি করে। দুই কিশোরের হৃৎপিণ্ডে গুলিবিদ্ধ হলে তারা মারা যায়। এক ফিলিস্তিনি নাগরিকের দোকানের সিসি ক্যামেরায় পুরো ঘটনাটি ধরা পড়ে। এরপর মানবাধিকার গ্রুপ ডিফেন্স ফর চিলড্রেন ইন্টারন্যাশনাল (ডিসিআই) ঐ ফুটেজ সংগ্রহ করে অনলাইনে ছড়িয়ে দেয়।

কিশোর নিহতের বিষয়ে ফিলিস্তিনের একজন উর্ধ্বতন কর্মকতা বলেছেন, ঘটনাটি একটি "উদ্দেশ্যপ্রণোদিত হত্যাকাণ্ড"।

আর ইসরায়েলি কর্তৃপক্ষ দাবি করেছে, ১৫ মে নিরাপত্তবাহিনী কোনো ধরনের প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেনি; রাবার বুলেট ব্যবহার করেছে। এ ঘটনায় দুটি তদন্ত পৃথক তদন্ত হচ্ছে। সূত্র: ওয়ার্ল্ডবুলেটিন।

- See more at: http://www.timenewsbd.com/news/detail/13117#sthash.4egMSWbR.dpuf

বিষয়: বিবিধ

৯৮৮ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

223911
২০ মে ২০১৪ রাত ০৯:২৫
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : এভাবে বিনা দোষে মুসলমানদের হত্যা করার উদ্দেশ্য কি? তারা কি পুরো মধ্যপ্রাচ্যকে ইহুদি রাষ্ট্র বানাতে চায়?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File