সিনেটরের অসুস্থ স্ত্রীর ভিডিও প্রকাশ করায় ব্লগার আটক
লিখেছেন লিখেছেন অরুণোদয় ১৯ মে, ২০১৪, ০১:২৭:৩৬ দুপুর
যু্ক্তরাষ্ট্রের এক সিনেটরের অসুস্থ স্ত্রীর ভিডিও ক্লিপ সংগ্রহের পর অনলাইনে প্রচার করায় একজন যুবক ব্লগারকে গ্রেফতার করা হয়েছে।
সিবিএস নিউজের খবরে বলা হয়, রিপাবলিকান সিনেটর থেড কোকরানের স্ত্রী রোস কোকরান (৭২) মানসিকভাবে অসুস্থ হওয়ার কারণে ২০০০ সাল থেকে একটি নার্সিংহোমে ভর্তি। বর্তমানে তিনি শয্যাশায়ী।ক্লেটন ক্যালি (২৮) নামের এক যুবক ব্লগার সম্প্রতি নাসিং হোমে গিয়ে রোস কোকরানের কিছু ভিডিও ক্লিপ সংগ্রহ করে এবং তার ব্লগে প্রকাশ করে। ভিডিও ক্লিপটি অনলাইনে ছিল ৯০ মিনিট। এক পর্যায়ে সে ঐ ক্লিপটি ব্লগ থেকে সরিয়ে ফেলে।
মেডিসনের সহকারী পুলিশ প্রধান রবার্ট সেন্ডারর্স বলেছেন, মঙ্গলবার প্রাথমিক শুনানি অনুষ্ঠিত হবে।
সিনেটর ও তার স্ত্রীর আইনজীবী ডোনাল্ড ক্লার্ক বলেছেন, ভিডিও ক্লিপ প্রকাশের মাধ্যমে রোস কোকরানের "ব্যক্তিগত গোপনীয়তা এবং মর্যাদ লিঙ্ঘিত হয়েছে"।
সূত্র: সিবিএস নিউজ।
http://www.timenewsbd.com/news/detail/12967
বিষয়: বিবিধ
১০০২ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
খালি কপি-পেস্ট আর কপি-পেস্ট ।
প্রতি মন্তব্যেও নেই কোন নতুনত্ব
মন্তব্য করতে লগইন করুন