নারীলিপ্সু মার্কিনীকে ৩৬ বছরের জেল

লিখেছেন লিখেছেন অরুণোদয় ১০ মে, ২০১৪, ০৩:৪২:১৬ দুপুর



ধর্ষণের অভিযোগে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ইলিয়নের এক ব্যক্তিকে ৩৬ বছরের জেল দিয়েছেন মেকহ্যানরি কাউন্টি জজ।

সিবিএস নিউজের খবরে বলা হয়, ৪৬ বছর বয়সী চার্লস অলিভারের বিরুদ্ধে ৮ নারীকে ধর্ষণের অভিযোগ আনা হয়। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সে একজন নারীকে যৌন হয়রানির ঘটনায় অভিযুক্ত হয়েছিল। পরবর্তীতে সে আরো ২ নারীকে ধর্ষণের অভিযোগ স্বীকার করে আদালতে। এছাড়া, বাকি অভিযোগগুলো ঝরে পড়ে।

রায় লেখার সময় চার্লস অলিভারকে 'অরক্ষিত নারী লুণ্ঠক' হিসেবে আখ্যায়িত করেছেন মেকহ্যানরি কাউন্টি জজ।

জানা গেছে, কয়েক মাসের জন্য সঙ্গিনী চেয়ে অনলাইন বিজ্ঞাপনের একটি ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়েছিলেন চার্লস অলিভার। তার আহ্বানে সাড়া দিয়েছিল একজন নারী। ঐ নারীর দায়ের করা মামলায় সাজা পেয়েছেন অলিভার। তবে, তার নির্যাতনের শিকার অধিকাংশ নারীই হলেন পতিতা।

অলিভারের আইনজীবী জেফ এল্টম্যান বলেছেন, তার মক্কেল আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করার পরিকল্পনা করছেন। বিচার চলাকালে আইনজীবী জেফ বলেন, অলিভার ও অভিযোগকারী নারীর মধ্যে যা কিছু হয়েছে সেটা উভয়ের সম্মতিতে হয়েছে।

গত বছর গ্রেফতার হওয়ার পর থেকে জেলে রয়েছেন চার্লস অলিভার। শাস্তি পাওয়ার পর জেল থেকে বের হলে তার বয়স হবে ৭৪ বছর। সূত্র: সিবিএস নিউজ।

- See more at: http://www.timenewsbd.com/news/detail/12191#sthash.TEUPNA4U.dpuf

বিষয়: বিবিধ

১০৪০ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

219862
১০ মে ২০১৪ দুপুর ০৩:৫৬
হতভাগা লিখেছেন : মাত্র ৮ রান করা বাইরের ব্যাটস্‌ম্যানকে নিয়ে এতটা নিউজ করার কি আছে ?

বাংলাদেশে আসলে সে সেন্চুরী হাঁকাতে পারতো , জেল তো দূরের কথা ভাল চাকরি পেত বড় পোস্টে ।

তবে তাকে বিশেষ দলের এবং বিশেষ বিশ্ববিদ্যালয়ের ছাত্র হতে হবে ।
১৭ মে ২০১৪ সন্ধ্যা ০৭:৪১
170081
অরুণোদয় লিখেছেন : মন্তব্যের জন্য ধন্যবাদ
219899
১০ মে ২০১৪ বিকাল ০৫:১০
লোকমান লিখেছেন : ফাঁসি হওয়া উচিত
১৭ মে ২০১৪ সন্ধ্যা ০৭:৪১
170079
অরুণোদয় লিখেছেন : মন্তব্যের জন্য ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File