পরিবার ও স্কুলের সবাইকে হত্যা করতে চেয়েছিল এক বালক!
লিখেছেন লিখেছেন অরুণোদয় ০৬ মে, ২০১৪, ০৪:১০:৪০ বিকাল
নিজের পরিবার, প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয় বোমা মেরে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল এক মার্কিন বালক। কিন্তু পরিকল্পনা বাস্তবায়ন করার আগেই সে পুলিশের হাতে ধরা পড়ে যায়।
১৭ বছর বয়সী এই বালকটির নাম জন ডেভিট লাডু। তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে সেগুলো হলো- হত্যাচেষ্টা, বিস্ফোরক দ্রব্য নিজের কাছে রাখা এবং বেআইনীভাবে সম্পদ নষ্ট করা।
সিবিএস নিউজের খবরে বলা হয়, ডেভিট লাডু বসবাস করে যুক্তরাষ্ট্রের মিনিসোটা রাজ্যের ওয়াসেকা শহরে। সে বিস্ফোরকের সাহায্যে স্কুল উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করে।
নিজের পরিকল্পনাগুলো নোটবুকের ১৮০ পাতায় লিখে রেখেছিল লাডু। পুলিশ সেটি উদ্ধার করেছে।
স্থানীয় একজন বাসিন্দা প্রথমে পুলিশকে ফোন করে ডেভিট লাডুর বিষয়ে অবহিত করে। এরপর পুলিশ অভিযান চালায়। এসময় বেশ কিছু বন্দুক, স্বয়ংক্রিয় অস্ত্র ও হাত বোমা উদ্ধার করা হয়।
ক্যাপ্টেন ক্রিস মার্কসন সাংবাদিকদের বলেছেন, কর্তৃপক্ষের বিশ্বাস ছেলেটি একাই ঘটনার সাথে জড়িত। সে যদি পুলিশের কাছে ধরা না পড়ত তবে আগামী কয়েক সপ্তাহের মধেই হামলা চালাত।
১৭ বছরের বালক ডেভিট লাডুর কাছে যে পরিমাণ বিস্ফোরক ও অস্ত্র পাওয়া গেছে, তা দেখে ক্যাপ্টেন নিজেই অবাক হয়ে গেছেন। সূত্র: সিবিএস নিউজ।
ঢাকা, ৫ মে(টাইমনিউজবিডি) // টিআই। - See more at: http://www.timenewsbd.com/news/detail/11771#sthash.cUxvD1x7.dpuf
বিষয়: বিবিধ
৯৮১ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন