মার্কিন কিশোরের এ কেমন অনাচার !

লিখেছেন লিখেছেন অরুণোদয় ০৫ মে, ২০১৪, ০৫:১৩:০১ বিকাল



টেইলর কস্ট নামের মার্কিন ছেলেটির বয়স ১৮। বয়সে তরুণ হলেও সে চোখ কপালে তোলার মতো অপকর্ম করেছে।

সম্প্রতি দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, ছেলেটির বিরুদ্ধে অভিযোগ হলো সে এপর্যন্ত কমপক্ষে ১৮ নারীকে যৌন হয়রানি করেছে। এদের মধ্যে একজন অপ্রাপ্ত বয়স্ক মেয়েও রয়েছে। অভিযুক্ত ছেলেটি বর্তমানে জেলে আটক রয়েছে।

প্রথম দফায় ছেলেটির বিরুদ্ধে ১২ নারীকে যৌন হয়রানি করার অভিযোগ আনা হয়। তদন্ত শুরু হলে সংশ্লিষ্ট গোয়েন্দারা বাকি হয়রানির ঘটনাগুলো শনাক্ত করেন।

এবিষয়টি সম্পর্কে এরিজোনা রাজ্যের পিনাল কাউন্টির প্রধান নির্বাহী কর্মকর্তার মুখপাত্র প্যাট রমিরেজ কথা বলেছেন। তিনি বলেন, অভিযুক্ত ছেলেটির হাতে হয়রানির শিকার মেয়েরা সম্ভবত উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। তাদের মধ্যে সবচেয়ে কমবয়সী নির্যাতিতার বয়স ১৩ এবং সবচেয়ে বেশিবয়সী মেয়েটির বয়স ১৭।

পুস্টন বুট হাই স্কুলে পড়ালেখা করে টেইলর কস্ট। পুলিশের হাতে আটকের পর বর্তমানে সে পিনাল কাউন্টি জেলে রয়েছে। তার বিরুদ্ধে যৌন হয়রানি এবং অসদাচরণের অভিযোগ আনা হয়েছে। প্যাট রমিরেজ আরো জানান, টেইলর কস্ট একটি মেয়েকে হুমকি দিয়েছে, হয়রানি করেছে এবং আত্মহত্যা করতে বলেছে। এরপর ঐ মেয়েটি আত্মহত্যার চেষ্ট করে। আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালেও সে মেয়েটিকে হয়রানি করত এবং রাজ্য ছেড়ে অন্য জায়গায় চলে যাওয়ার জন্য হুমকি দিত।

অপর একটি ঘটনায় দেখা যায়, টেইলর কস্ট একটি মেয়েকে ধর্ষণ করে। পরবর্তীতে মেয়েটি গর্ভবতী হয় এবং গর্ভপাত করে।

- See more at: http://www.timenewsbd.com/news/detail/11735#sthash.aQOZQrEs.dpuf

বিষয়: বিবিধ

১০৩০ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

217741
০৫ মে ২০১৪ বিকাল ০৫:২২
বুসিফেলাস লিখেছেন : ডিজিটাল দেশের কাহানী যেদিকে ভারতীয় ভাঁড় আমাদের নিয়ে যাচ্ছে Happy>-
217759
০৫ মে ২০১৪ সন্ধ্যা ০৬:১১
অনেক পথ বাকি লিখেছেন : অনেক ধন্যবাদ ।
217763
০৫ মে ২০১৪ সন্ধ্যা ০৬:২২
নীল জল লিখেছেন : নায়ক নেহি খলনায়ক হে
০৬ মে ২০১৪ বিকাল ০৪:৫১
166215
অরুণোদয় লিখেছেন : মন্তব্যের জন্য ধন্যবাদ।
217819
০৫ মে ২০১৪ সন্ধ্যা ০৭:১৪
ইবনে আহমাদ লিখেছেন : বাহে - ওরে আমাদের ডিজিটাল মানিকের কাছে পাঠিয়ে দেন। জাহাংগীর নগরের সেই ধর্ষণ মানিক বুঝলেন তো বাহে।
০৬ মে ২০১৪ বিকাল ০৪:৫১
166214
অরুণোদয় লিখেছেন : মন্তব্যের জন্য ধন্যবাদ।
217832
০৫ মে ২০১৪ সন্ধ্যা ০৭:৩৭
মেঘ ভাঙা রোদ লিখেছেন : ২৮ বছর তো প্রাপ্ত বয়স্ক বলাই চলে। আর সেদেশে এগুলা খুব স্বাভাবিক।
০৬ মে ২০১৪ বিকাল ০৪:৫১
166212
অরুণোদয় লিখেছেন : ভাই ১৮ বছর। ২৮ বছর না। মন্তব্যের জন্য ধন্যবাদ।
217875
০৫ মে ২০১৪ রাত ০৮:৪৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : অনাচারের কি দেখলেন??
এইটা তো তাদের কাছে মিষ্ট আচার।
217932
০৫ মে ২০১৪ রাত ১০:৪৮
হতভাগা লিখেছেন : যৌন হয়রানি বলতে কি বুঝায় ?

এতগুলান মেয়েরে যৌন হয়রানি করতে কস্ট সাহেবের নিশ্চয়ই অনেক কষ্ট হইছে
০৬ মে ২০১৪ বিকাল ০৪:৫১
166213
অরুণোদয় লিখেছেন : মন্তব্যের জন্য ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File