কড়া নিরাপত্তায় ইরাকে ভোটগ্রহণ
লিখেছেন লিখেছেন অরুণোদয় ৩০ এপ্রিল, ২০১৪, ০১:১০:৪১ দুপুর
কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ইরাকে আজ সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। তিন বছর আগে দেশটি থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের পর প্রথমবারের মতো এই নির্বাচনের উদ্যোগ নেয় কর্তৃপক্ষ।
দেশটির ২ কোটি ২০ লাখ ভোটার স্থানীয় সময় সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৫০ হাজার ভোটকেন্দ্রে ভোট দিতে পারবেন।
২০০৮ সাল থেকে ইরাকে চরম অস্থিরতা বিরাজ করছে। শুধুমাত্র গত সপ্তাহে ১৬০ জন নিহত হয়েছে।
বিবিসি'র সাংবাদিক কেভিন কনলি জানিয়েছেন, সসস্ত্রবাহিনীর হেলিকপ্টার রাজধানী বাগদাদের আকাশে টহল দিচ্ছে।
ভোটারদের নিরাপত্তার জন্য বিভিন্ন মহাসড়ক ও বিমানবন্দরগুলো সাময়িকের জন্য বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। এছাড়া, ভোটকেন্দ্রে প্রবেশের আগে কেউ কেউ বেশ কয়েকবার তল্লাশির মুখোমুখি হচ্ছেন।
ভোটারদের প্রত্যাশা
বাগদাদের একজন ভোটার এশাম শুর্ক। তার সন্তান আত্মঘাতী বোমা হামলার শিকার হয়ে নিহত হয়েছে। নিজের অনুভূতির কথা জানাতে গিয়ে তিনি বলেন, "আমরা আমাদের সন্তান ও নাতী-নাতনীদের জন্য সুন্দর জীবন চাই। নিরাপত্তা পরিস্থিতি খারাপ হওয়ার কারণে তারা এখন খেলার মাঠ অথবা পার্কে যেতে পারে না। আমরা সকল ইরাকির জন্য ভাল জীবন চাই। "
- See more at: http://www.timenewsbd.com/news/detail/11251#sthash.beyhVXbH.dpuf
বিষয়: বিবিধ
৮৭২ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন