কী দোষ ছিল শিশুটির?

লিখেছেন লিখেছেন অরুণোদয় ২৯ এপ্রিল, ২০১৪, ০৯:১৭:৪৭ রাত



অভিযুক্ত মাতা এসলেই নিউটন

নিজের ৭ মাস বয়সী শিশুকে ছুরিকাঘাতে হত্যা করলেন একজন মা। কিন্তু কী কারণে তিনি হত্যা করলেন শিশুটিকে? কী দোষ ছিল শিশুটির? এখনো তা জানতে পারেনি পুলিশ।

সিবিএস নিউজের খবরে বলা হয়, এসলেই নিউটন নামের (২৩) একজন যুবতী মাতাকে আটক করেছে যুক্তরাষ্ট্রের পুলিশ। বর্তমানে সে জেলে রয়েছে।

পুলিশের বিবৃতি অনুসারে, যুবতী মাতা নিজের দোষ স্বীকার করেছে। এছাড়া তার কোমরে ক্ষতচিহ্ন রয়েছে। হতাশার কারণে একবার সে নিজেই নিজের কোমরে ছুরিকাঘাত করেছিল।

শনিবার সকাল সাড়ে ১০টায় ক্যালিফোর্নিয়ার ডেল ভ্যালি রিজিওনাল পার্কে একটি বিধ্ধস্ত গাড়ি দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। কিছু্ক্ষণ পর ঘটনাস্থলে পুলিশ এসে দেখে, গাড়ির ইঞ্জিন সচল। এছাড়া গাড়ির ভেতরে শিশুদের বসার উপযোগী একটি আসন রয়েছে। তবে আসনটি খালি।

এরপর আশেপাশের হাসপাতালে খোঁজ নেওয়া হয়। কিন্তু ঘটনার কোনো কূল-কিনারা করতে পারেনি পুলিশ।

একপর্যায়ে দুপুর সাড়ে ১২টায় অভিযুক্ত যুবতী এসলেই নিউটনের (২৩) সাথে দেখা হয় পুলিশের। তার কোলে একটি ছোট শিশু ছিল। তবে শিশুটির কোনো চেতনা ছিল না।

তদন্তকারীরা জানয়েছেন, ঘটনাস্থল থেকে একটি ছুরি উদ্ধার করা হয়েছে। এই ছুরি দিয়ে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে তাদের ধারণা। তবে কী কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে, সেটার কোন কারণ এখনো বলা যাচ্ছে না। সূত্র: সিবিএস নিউজ।

See more at: http://www.timenewsbd.com/news/detail/11230#sthash.a9iFp9GT.dpuf

বিষয়: বিবিধ

১০২১ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

215082
২৯ এপ্রিল ২০১৪ রাত ০৯:৫৭
শিশির ভেজা ভোর লিখেছেন : ঘটনাটা দুঃখজনক।
215083
২৯ এপ্রিল ২০১৪ রাত ০৯:৫৮
ফেরারী মন লিখেছেন : মাদকাসক্ত হতে পারে।
215085
২৯ এপ্রিল ২০১৪ রাত ০৯:৫৯
হতভাগা লিখেছেন : সন্তানটিকে সাথে রাখলে তাকে ব্রেস্ট ফিড করাতে হবে , ফলে তার ফিগার খদ্দেরদের চাহিদা মোতাবেক থাকবে না ।
সে হতাশায় সে এই সিদ্ধান্তটি নিয়েছে ।
215112
২৯ এপ্রিল ২০১৪ রাত ১১:৫৬
215156
৩০ এপ্রিল ২০১৪ রাত ০২:২৫
সবুজেরসিড়ি লিখেছেন : ঘটনাটি আসলেই দুঃখজনক . .. .
215170
৩০ এপ্রিল ২০১৪ রাত ০৩:২২
প্যারিস থেকে আমি লিখেছেন : একটি সন্তানের জন্য কতটা কাতর হয়ে আছি আল্লাহ ছাড়া কেও জানেনা। আর ওরা.......।
215342
৩০ এপ্রিল ২০১৪ দুপুর ০১:১৮
অরুণোদয় লিখেছেন : মন্তব্য করার জন্য সবাইকে ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File