তরুণী মায়ের নির্মমতা
লিখেছেন লিখেছেন অরুণোদয় ২৮ এপ্রিল, ২০১৪, ০৫:৩৪:২৬ বিকাল
নিজের নবজাতক শিশুকে হত্যার অভিযোগে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের এক তরুণী মাতাকে আটক করেছে পুলিশ।
সিবিএস নিউজের খবরে বলা হয়, ১৮ বছর বয়সী আনা রোসা মোরা সম্প্রতি একটি শিশু জন্ম দেন। এরপর শিশুটিকে প্লাস্টিকের থলিতে ভরে হেমলিন শহরের একটি সরু পথে রেখে আসেন।
একদিন বয়সী শিশুটিকে যেখানে ফেলে আসা হয়, তারপাশেই বসবাস করেন ২৫ বছর বয়সী এন্ডরিআ ভেসকুইজ। তিনি বলেন, সকালবেলা একজন শ্রমিক সরু পথ দিয়ে আসছিলেন। একটি ধূসর প্লাস্টিকের থলিতে তিনি পরিপক্ক নবজাতক শিশুর লাশ দেখতে পান। শিশুটির নাড়ি ছিল আর চুলের রং ছিল কালো।
পুলিশ জানিয়েছে, নবজাতক শিশুকে প্লাস্টিকের থলিতে ফেলে আসার কথা স্বীকার করেছেন ১৮ বছর বয়সী আনা রোসা মোরা। তার বিরুদ্ধে হত্যাকাণ্ডের অভিযোগ আনা হয়েছে। সূত্র: সিবিএস নিউজ।
নিচের লিংক থেকে শেয়ার করতে পারেন
- See more at: http://www.timenewsbd.com/news/detail/11074#sthash.RrUB3Baw.dpuf
বিষয়: বিবিধ
১০৩৪ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন