তরুণী মায়ের নির্মমতা

লিখেছেন লিখেছেন অরুণোদয় ২৮ এপ্রিল, ২০১৪, ০৫:৩৪:২৬ বিকাল



নিজের নবজাতক শিশুকে হত্যার অভিযোগে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের এক তরুণী মাতাকে আটক করেছে পুলিশ।

সিবিএস নিউজের খবরে বলা হয়, ১৮ বছর বয়সী আনা রোসা মোরা সম্প্রতি একটি শিশু জন্ম দেন। এরপর শিশুটিকে প্লাস্টিকের থলিতে ভরে হেমলিন শহরের একটি সরু পথে রেখে আসেন।

একদিন বয়সী শিশুটিকে যেখানে ফেলে আসা হয়, তারপাশেই বসবাস করেন ২৫ বছর বয়সী এন্ডরিআ ভেসকুইজ। তিনি বলেন, সকালবেলা একজন শ্রমিক সরু পথ দিয়ে আসছিলেন। একটি ধূসর প্লাস্টিকের থলিতে তিনি পরিপক্ক নবজাতক শিশুর লাশ দেখতে পান। শিশুটির নাড়ি ছিল আর চুলের রং ছিল কালো।

পুলিশ জানিয়েছে, নবজাতক শিশুকে প্লাস্টিকের থলিতে ফেলে আসার কথা স্বীকার করেছেন ১৮ বছর বয়সী আনা রোসা মোরা। তার বিরুদ্ধে হত্যাকাণ্ডের অভিযোগ আনা হয়েছে। সূত্র: সিবিএস নিউজ।

নিচের লিংক থেকে শেয়ার করতে পারেন

- See more at: http://www.timenewsbd.com/news/detail/11074#sthash.RrUB3Baw.dpuf

বিষয়: বিবিধ

১০৩৪ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

214472
২৮ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:৪৩
হতভাগা লিখেছেন : হয়ত অভাবের তাড়নায় । অভাবের তাড়নায় কোন কোন মা তার সন্তানকে বেচে দেয় , আবার কেউ কেউ মেরেই ফেলে ।
০৬ মে ২০১৪ বিকাল ০৪:৫৬
166216
অরুণোদয় লিখেছেন : ভাই, ওদের অভাব নাই। ওদের স্বাভাবটাই খারপ।
214473
২৮ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:৪৪
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আহারে ,কিছু বলার নেই
214486
২৮ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:১৬
শিশির ভেজা ভোর লিখেছেন : এরা মা জাতির কলঙ্ক
214528
২৮ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৩৫
নীল জোছনা লিখেছেন : Sad Sad Sad Sad কষ্ট পেলাম।
214554
২৮ এপ্রিল ২০১৪ রাত ০৮:৫২
শফিউর রহমান লিখেছেন : পাশ্চাত্যের মেয়েদের অসহায়ত্বের একটি মাত্র চিত্র। বিয়ে ছাড়া দৈহিক সম্পর্কের এটি একটি মাত্র করুণ কাহিনী। মেয়েদেরেকে পণ্য বানানানোরও হয়তো এটা একটি মাত্র উদাহরণ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File