শুধু মায়ের জন্য ভালোবাসা
লিখেছেন লিখেছেন অরুণোদয় ২৭ এপ্রিল, ২০১৪, ০৮:০৩:০৯ রাত
যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয় ক্যান্সারে আক্রান্ত মাকে সন্তুষ্ট করার জন্য হাসপাতালে অনুষ্ঠান করে একজন ছাত্রীকে সনদ দিয়েছে।
সিবিএস নিউজের খবরে বলা হয়, মেলিসা সুমাকের (৫৭) নামের একজন আমেরিকান মা অগ্ন্যাশয় ক্যান্সারে আক্রান্ত হয়ে হাসপাতালে বিছানায় শুয়ে আছেন। লিকিং মেমোরিয়াল হাসপাতালের ডাক্তাররা বলেছেন, রোগীর সুস্থ হওয়ার কোনো লক্ষণ নেই।
কিন্তু এই মা মৃত্যুর আগে তার ছোট মেয়ে ইভাই সুমাকেরকে (১৭) স্নাতক ডিগ্রিধারী হিসেবে দেখতে চান।
ইভাই সুমাকের পড়ালেখা করে ওহিও রাজ্যের লিকিং কাউন্টির নিউআর্ক ডিজিটাল একাডেমিতে। আগামী ৩১ মে তার স্নাতক পর্যায়ের পড়ালেখা শেষ হওয়ার কথা রয়েছে।
কিন্তু ৫৭ বছর বয়সী মা মেলিসা সুমাকেরের ক্যান্সার গুরুতর পর্যায়ে পৌছে গেছে। ৩১ মে পর্যন্ত তিনি বাঁচবেন কিনা সে ব্যাপারে ডাক্তারা নিশ্চিত নন। এই বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানায় ইভাই সুমাকের।
এমন পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয়, লিকিং হাসপাতালে রোগীর কেবিনে একটি অনুষ্ঠান করা হবে এবং ছাত্রীর হাতে সনদ তুলে দেওয়া হবে।
এরপর ২১ এপ্রিল সোমবার লিকিং মেমোরিয়াল হাসপাতালে মেলিসা সুমাকেরের (৫৭) কেবিনে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধির উপস্থিতিতে ইভাই সুমাকেরের হাতে সনদ তুলে দেওয়া হয়। এ সময় সুমাকেরের গায়ে ছিল সাদা গাউন আর মাথায় সাদা টুপি।
নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে ইভাই সুমাকের বলেন, "বিষয়টি ছিল খুবই কঠিন। আমি ভাবিনি যে, মা আমাকে একজন স্নাতক ডিগ্রিধারী হিসেবে দেখতে পারবেন।"
তিনি আরো বেলন, বাস্তবতা হলো কর্তৃপক্ষ আমার জন্য একটি স্নাতক ডিগ্রি প্রদান অনুষ্ঠান করেছে এবং আমার মা আমাকে স্নাতক ডিগ্রিধারী হিসেব দেখেছেন। এটা আমার জীবনের একটি স্মরণীয় মুহূর্ত, যা আমি কখনো ভুলতে পারব না।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেসন ডানবার নামের একজন শিক্ষক। তিনি বলেন, এটা সত্যিই একটা বিশেষ মুহূর্ত ছিল। ইভাই সুমাকেরের মায়ের চোখে ছিল গর্ব ও আনন্দ। পুরো পরিস্থিতিটা বিস্ময়বিহ্বল করার মতো। সূত্র: সিবিএস নিউজ।
নিজউটি শেয়ার করতে পারেন নিচের লিংক থেকে
See more at: http://www.timenewsbd.com/news/detail/11010#sthash.VoMOIzYH.dpuf
বিষয়: বিবিধ
১০১০ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন