নবজাতকের মায়ের বয়স ১২, বাবার বয়স ১৩ এবং নানীর বয়স ২৭

লিখেছেন লিখেছেন অরুণোদয় ১৬ এপ্রিল, ২০১৪, ০১:৩৯:০৪ দুপুর



নবজাতক শিশুর মায়ের বয়স ১২, বাবার বয়স ১৩ এবং নানীর বয়স ২৭। পাঠক কি অবাক হয়ে গেলেন? অবাক হওয়ার কিছু নেই। ঘটনাটি ঘটেছে যুক্তরাজ্যে।

ডেইলি মেইলের খবরে বলা হয়েছে, ১২ বছরের এক কিশোরী এবং ১৩ বছরের এক কিশোর সম্প্রতি এক সন্তানের মাতা-পিতা হয়েছে। নবজাতক শিশুটির ওজন ৭ পাউন্ড। বৃটেনে সাধারণত নবজাতক মেয়ে শিশুর ওজন গড়ে ৭ পাউন্ড ৪ আউন্স।

প্রাইমারি স্কুল পড়ুয়া এই প্রেমিক যুগল বর্তমানে বৃটেনের সর্বকনিষ্ঠ পিতা-মাতা। আইনি ঝামেলা এড়াতে তাদের নাম প্রকাশ করা হয়নি।

নবজাতক শিশুর নানীর বয়স ২৭। তিনি এখন বৃটেনের সর্বকনিষ্ঠ নানী।

উত্তর লন্ডনের এই প্রেমিক যুগল এক বছর প্রেম করেছেন। তারা এখন 'পুরোপুরি ভালোবাসার মধ্যে' রয়েছেন।

জানা গেছে, ২০১২ সালের বড় দিনে কিশোর ও কিশোরীর প্রথম সাক্ষাৎ হয়। সেসময় কিশোরের বয়স ছিল ১২ বছর এবং কিশোরীর বয়স ছিল ১০ বছর। তারা একে অপরের প্রেমে পড়ে যায়। এরপর প্রেমের ফসল হিসেবে পৃথিবীতে আসে প্রথম সন্তান। সন্তান জম্মের পর শিশুর নাম নিবন্ধনের জন্য কিশোরীটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে গিয়েছেন এবং সন্তানের নাম নিবন্ধন করিয়েছেন।

দি সানে'র খবরে বলা হয়েছে, নবজাতকের দাদা-দাদী এবং নানা-নানী বেশ সহনশীল। নবজাতক জন্মের পর তারা পাশেই আছেন।

কিশোরী মেয়েটি বলেছে, প্রেমিকের ভালোবাসায় সে আচ্ছন্ন। উভয়ে একে অপরকে সত্যিকার অর্থেই ভালোবাসে। তাই তারা বিবাহবন্ধনে আবদ্ধ হতে চায়।

এর আগে বৃটেনের সর্বকনিষ্ঠ মাতা ছিলেন ট্রেসা মিডেলটন। তিনি ১১ বছর বয়সে গর্ভধারণ করেন এবং ২০০৬ সালে ১২ বছর ৮ মাস বয়সে মা হন। নতুন কিশোরীটি মা হয়েছেন ১২ বছর ৩ মাস বয়সে।

উল্লেখ্য, বৃটেনের সরকারি হিসেবে অনুসারে ২০১২ সালে ১৮ বছরের কমবয়সী গর্ভবতী নারীর সংখ্যা ২৭,৮৩৪ জন। এছাড়া একই বছর ১৪ বছরের কম বয়সী ২৫৩ জন কিশোরী গর্ভবতী হয়। তাদের চার তৃতীয়াংশ গর্ভপাত করিয়েছিল। সূত্র: ডেইলি মেইল।

ঢাকা, ১৫ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// টিআই। - See more at: http://www.timenewsbd.com/news/detail/9863#sthash.W4ebnzdl.dpuf

বিষয়: বিবিধ

১১৯৩ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

208809
১৬ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৪৭
মেঘ ভাঙা রোদ লিখেছেন : এই নিউজগুলা কি সঠিক? মাঝে মাঝে দেখি মিডিয়ায় এসব নিউজে তোলপাড় পড়ে যায়। আসলে বাস্তবতায় এগুলো কতটা সঠিক।
208890
১৬ এপ্রিল ২০১৪ রাত ০৮:৪০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ২১ এর আগে বিয়ে নিষিদ্ধ কিন্তু ১২ বছরে বাচ্চা জন্ম দেয়া যাবে!!!!
209228
১৭ এপ্রিল ২০১৪ রাত ১০:৫০
আহ জীবন লিখেছেন : রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ২১ এর আগে বিয়ে নিষিদ্ধ কিন্তু ১২ বছরে বাচ্চা জন্ম দেয়া যাবে!!- সেলুকাস


আমাগরে কনডম বিলাইতে বিলাইতে নিজেগ খবর নিতে ভুইলা গেছে।
209258
১৭ এপ্রিল ২০১৪ রাত ১১:৩৫
রেহনুমা বিনত আনিস লিখেছেন : আর আমাদের বাল্যবিবাহ নিয়েই ওদের যত সমস্যা!
209791
১৯ এপ্রিল ২০১৪ রাত ১২:০২
অজানা পথিক লিখেছেন : Happy

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File