চীনা মাটির কাপের দাম ২৭৯ কোটি ৭ লাখ টাকা!
লিখেছেন লিখেছেন অরুণোদয় ০৯ এপ্রিল, ২০১৪, ০৬:১৫:০৩ সন্ধ্যা
নিলামের মাধ্যমে ২৭৯ কোটি ৭ লাখ ১৯ হাজার ৫২৭ টাকায় বিক্রি হয়েছে মিং রাজবংশের একটি চীনামাটির কাপ। এর আগে এত চড়া দামে চীনামাটির কোনো জিনিস বিক্রি হয়নি।
নিলামকারী প্রতিষ্ঠান সুথিবাই জানিয়েছে, মাত্র ৩.১ ইঞ্চির সাদা কাপটি কিনেছেন চীনের সাংহাইয়ের লিউ ইকিআন নামের এক সংগ্রাহক। ৫০০ বছরেরও বেশি পুরাতন কাপটি 'মুরগির ছানা কাপ' নামে পরিচিত। কারণ, কাপের গায়ে একটি ছবি রয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, একটি পোষা মোরগ এবং একটি মুরগি তাদের ছানাদের প্রতি ঝুঁকে রয়েছে।
মিং রাজবংশের শাসক চেনগুআ ১৪৬৫ থেকে ১৪৮৭ সাল পর্যন্ত শাসন করেছেন। নিলামে বিক্রি হওয়া চীনা কাপটি তার শাসনামলের। এ ধরণের আরো ১৭ কাপ রয়েছে। ১৭ টি কাপের মধ্যে ব্যক্তিমালিকানায় রয়েছে ৪টি। বাকি কাপগুলো জাদুঘরে সংরক্ষিত রয়েছে।
কাপটি কোথায় প্রদর্শিত হবে?
২০১২ সালে সাংহাইয়ে একটি জাদুঘর তৈরী করেছেন কাপটির ক্রেতা লিউ ইকিআন এবং তার স্ত্রী ওয়াং ওই । কাপটি সেই জাদুঘরে প্রদর্শিত হবে। উল্লেখ্য, মাধ্যমিক পর্যায়ে পড়ালেখা করার সময় ঝরে পড়েন লিউ ইকিআন। কোটিপতি হওয়ার আগে তিনি ছিলেন একজন গাড়ি চালক। ফোর্বস ম্যাগাজিনের হিসেব অনুসারে তার সম্পদের পরিমান ৯০০ মিলিয়ন মার্কিন ডলার। এছাড়া, তিনি চীনের শীর্ষ ২০০ ধনী ব্যক্তির মধ্যে একজন। সূত্র: সিবিএস নিউজ
ঢাকা, ৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // টিআই
সূত্র: সিবিএস নিউজ
মজার এই নিউজটি শেয়ার করতে পারেন নিচের লিংক থেকে
- See more at: http://www.timenewsbd.com/news/detail/9211#sthash.A5oUwkbX.dpuf
বিষয়: বিবিধ
১০০৩ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন