চীনা মাটির কাপের দাম ২৭৯ কোটি ৭ লাখ টাকা!

লিখেছেন লিখেছেন অরুণোদয় ০৯ এপ্রিল, ২০১৪, ০৬:১৫:০৩ সন্ধ্যা



নিলামের মাধ্যমে ২৭৯ কোটি ৭ লাখ ১৯ হাজার ৫২৭ টাকায় বিক্রি হয়েছে মিং রাজবংশের একটি চীনামাটির কাপ। এর আগে এত চড়া দামে চীনামাটির কোনো জিনিস বিক্রি হয়নি।

নিলামকারী প্রতিষ্ঠান সুথিবাই জানিয়েছে, মাত্র ৩.১ ইঞ্চির সাদা কাপটি কিনেছেন চীনের সাংহাইয়ের লিউ ইকিআন নামের এক সংগ্রাহক। ৫০০ বছরেরও বেশি পুরাতন কাপটি 'মুরগির ছানা কাপ' নামে পরিচিত। কারণ, কাপের গায়ে একটি ছবি রয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, একটি পোষা মোরগ এবং একটি মুরগি তাদের ছানাদের প্রতি ঝুঁকে রয়েছে।

মিং রাজবংশের শাসক চেনগুআ ১৪৬৫ থেকে ১৪৮৭ সাল পর্যন্ত শাসন করেছেন। নিলামে বিক্রি হওয়া চীনা কাপটি তার শাসনামলের। এ ধরণের আরো ১৭ কাপ রয়েছে। ১৭ টি কাপের মধ্যে ব্যক্তিমালিকানায় রয়েছে ৪টি। বাকি কাপগুলো জাদুঘরে সংরক্ষিত রয়েছে।

কাপটি কোথায় প্রদর্শিত হবে?

২০১২ সালে সাংহাইয়ে একটি জাদুঘর তৈরী করেছেন কাপটির ক্রেতা লিউ ইকিআন এবং তার স্ত্রী ওয়াং ওই । কাপটি সেই জাদুঘরে প্রদর্শিত হবে। উল্লেখ্য, মাধ্যমিক পর্যায়ে পড়ালেখা করার সময় ঝরে পড়েন লিউ ইকিআন। কোটিপতি হওয়ার আগে তিনি ছিলেন একজন গাড়ি চালক। ফোর্বস ম্যাগাজিনের হিসেব অনুসারে তার সম্পদের পরিমান ৯০০ মিলিয়ন মার্কিন ডলার। এছাড়া, তিনি চীনের শীর্ষ ২০০ ধনী ব্যক্তির মধ্যে একজন। সূত্র: সিবিএস নিউজ

ঢাকা, ৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // টিআই

সূত্র: সিবিএস নিউজ

মজার এই নিউজটি শেয়ার করতে পারেন নিচের লিংক থেকে

- See more at: http://www.timenewsbd.com/news/detail/9211#sthash.A5oUwkbX.dpuf

বিষয়: বিবিধ

১০০৩ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

205214
০৯ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:৪৭
শিশির ভেজা ভোর লিখেছেন : বলেন কি? এও কি সম্ভব? আমি তো অবাক না হয়ে পারলাম না।
205226
০৯ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:০২
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : তথ্যটি জেনে ভালো লাগলো।
205276
০৯ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৪৬
আঁধার কালো লিখেছেন : বলেন কি? এও কি সম্ভব? পিলাচ ।
206049
১১ এপ্রিল ২০১৪ সকাল ১০:১৪
টোকাই বাবু লিখেছেন : তথ্যটি জানানোর জন্য ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ।।।
207571
১৪ এপ্রিল ২০১৪ দুপুর ১২:০৪
অজানা পথিক লিখেছেন : ভাল্লাগছে
208248
১৫ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৫৫
অরুণোদয় লিখেছেন : সবাইকে ধন্যবাদ মন্তব্য করার জন্য।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File