মুরসির ৫২৯ সমর্থককে মৃত্যুদণ্ড

লিখেছেন লিখেছেন অরুণোদয় ২৪ মার্চ, ২০১৪, ০৭:৪৩:৩৬ সন্ধ্যা



ফাইল ফটো

মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির ৫২৯ সমর্থককে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির আদালত। খবর, বিবিসি, আলজাজিরা ও আলআহরাম।

পুলিশের একজন কর্মকর্তাকে হত্যা, অপর দু'জনকে হত্যা-চেষ্টা, পুলিশ স্টেশনে হামলা এবং বেশ কিছু সহিংস কর্মকাণ্ডের আভিযোগ আনা হয় ব্রাদারহুডের ৫৪৫ জন সর্থকের বিরুদ্ধে। এই ৫৪৫ জনের মধ্যে ৫২৯ জনকে সোমবার মৃত্যুদণ্ড দিল আদালত।

আইনজীবী আহমেদ আল শরীফ বার্তসংস্থা রায়াটার্সকে বলেন, " ৫২৯ জন বিবাদীকে মৃত্যুদণ্ড এবং ১৬ জনকে খালাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আদালত"।

এপি'র রিপোর্টে বলা হয়, রাজধানী কায়রোর দক্ষিণে অবস্থিত মিনা'র আদালত মাত্র দুই সেশন শুনানি করার পর মুত্যুদণ্ডের রায় দিয়েছে। বিবাদীদের আইনজীবীরা অভিযোগ করেছেন, মামলা উপস্থাপনের জন্য তাদেরকে কোন সুযোগ দেওয়া হয়নি।

তবে আদালতের এই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন বিবাদীরা।

গত বছরের জুলাই মাসে সামরিক অভ্যুত্থানের কারণে ক্ষমতাচ্যুত হন দেশটির প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি। এরপর আন্দোলন শুরু হলে দলটির উপর নেমে আসে নির্যাতন। সহিংসতায় নিহত হয় ব্রাদারহুডের কয়েক শত নেতা-কর্মী। সরকার গ্রেফতার করে হাজার হাজার মুরসীপন্থী আন্দোলনকারীকে।

মনে চাইলে ভাইদের দুর্দশার সংবাদটি 'টাইম নিউজ' থেকে শেয়ার করতে পারেন

- See more at: http://www.timenewsbd.com/news/detail/7718#sthash.uMdtACpK.dpuf

বিষয়: বিবিধ

৮৭৮ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

197265
২৪ মার্চ ২০১৪ রাত ০৮:৫৯
প্যারিস থেকে আমি লিখেছেন : আল্লাহ ওদেরকে হেফাযত করুন।
197291
২৪ মার্চ ২০১৪ রাত ০৯:১৮
গেরিলা লিখেছেন : ভালো খবর
197317
২৪ মার্চ ২০১৪ রাত ১০:০৪
নীল জোছনা লিখেছেন : মুরসীসহ সবকটারে ফাঁসি দেয়া দরকার। এদের ছত্রছায়ায় আমাদের দেশে জামাত শিবির তালেবানী শুরু করেছে।
197321
২৪ মার্চ ২০১৪ রাত ১০:৪৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আল্লাহ ওদের কুরবানি কে কবুল করুন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File