৩ সেকেন্ডে অদৃশ্য ৩০ বাড়ি, নিহত ৮

লিখেছেন লিখেছেন অরুণোদয় ২৪ মার্চ, ২০১৪, ০১:১৩:৫৬ দুপুর





যুক্তরাষ্ট্রে ৫৪ মিটার গভীর ভূমি-ধসের ঘটনায় ৩০টি বাড়ি ধ্বংস হয়েছে। শনিবার দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের ওয়াশিংটন স্টেটের ওসো শহরের নিকটে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় কমপক্ষে ৮ জন নিহত হয়েছে। উদ্ধারকারীরা রোববার ৫টি এবং শনিবার ৩টি মৃতদেহ উদ্ধার করে।

দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, নিখোঁজের তালিকায় এখনো বেশ কয়েকজনের নাম রয়েছে। কিন্তু, অনুসন্ধানকারীরা বলছেন, তারা ক্ষতিগ্রস্থ এলাকায় কারো চিৎকারের শব্দ শুনতে পাননি কিংবা জীবিত মানুষের কোন আলামত দেখেননি।



উদ্ধার তৎপরতা চলছে

প্রত্যক্ষদর্শীদের জবানবন্দী

ভয়াবহ দুর্ঘটনার একজন প্রত্যক্ষদর্শী হলেন পাউলো ফেলকাউ। তিনি ডেইলি হেরাল্ডকে বলেন," আমি দেখলাম রাস্তার উপর দিয়ে আড়াআড়িভাবে অন্ধকার ধেয়ে আসছে। সব কিছুই ঘটেছে ৩ সেকেন্ডের মধ্যে"।



কৃর্তৃপক্ষ বলছে, প্রবল বৃষ্টিপাতের কারণে ভূমি-ধস হয়েছে

আরেকজন প্রত্যক্ষদর্শী হলেন রবিন। তিনি দ্যা সিয়াটল টাইমস'কে বলেন, "হঠাৎ একটি কাদা মাটির দেয়াল এসে আঘাত হানল। এরপর আমরা গড়িয়ে চলতে থাকলাম। বাড়িটি আঘাতপ্রাপ্ত হল। আমরা জিনিস পত্রের নিচে চাপা পড়েছিলাম। এরপর নিজেরা নিজেদেরকে বের করে আনলাম"। সূত্র: বিবিসি

- See more at: http://www.timenewsbd.com/news/detail/7696#sthash.UFIQWLBW.dpuf

বিষয়: বিবিধ

১০২৭ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

197036
২৪ মার্চ ২০১৪ দুপুর ০১:৫০
সুশীল লিখেছেন : কপি পেষ্ট মারেন কেন?
197222
২৪ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:২১
শিশির ভেজা ভোর লিখেছেন : ছুবহানআল্লাহ
197386
২৫ মার্চ ২০১৪ রাত ১২:৫০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : কত দ্রুত ধ্বংস হয়ে যেতে পারে একটি সম্বৃদ্ধ জনপদ। তবুও আমরা কেন আল্লাহর অস্তিত্বকে অস্বিকার করা চেষ্টা করি।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File