যেভাবে ঝরে পড়ল ১০ হাজার শিশুর প্রাণ

লিখেছেন লিখেছেন অরুণোদয় ১৮ মার্চ, ২০১৪, ১২:১১:২১ দুপুর



সিরিয়াতে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর এ পর্যন্ত ১০,০০০ শিশু মারা গেছে। 'শিশুদের বাঁচাও' নামের একটি আন্তর্জাতিক দাতব্য সংগঠনের রিপোর্টে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

'একটি বিধ্বস্ত সংখ্যা: ৩ বছরের যুদ্ধের প্রভাব' শিরোনামের এই রিপোর্টে বলা হয়, সংঘাত শুরু হওয়ার পর ১০ লাখ ২০ হাজার শিশু সিরিয়া থেকে পালিয়ে প্রতিবেশী দেশগুলোতে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছে। আর দেশটিতে অবস্থানরত অবশিষ্ট ৪০ লাখ ৩০ হাজার শিশুর মানবিক সাহায্য প্রয়োজন।

সিরিয়ার বিধ্বস্ত স্বাস্থ্য ব্যবস্থার কথা বর্ণনা করেছে 'শিশুদের বাঁচাও' নামক সংগঠনটি। তারা বলছে, যুদ্ধ শুরু হওয়ার পর ৩ বছরে প্রাণঘাতী ও দীর্ঘস্থায়ী রোগ যেমন ক্যান্সার, মৃগী রোগ, হাঁপানি, ডায়াবেটিস, উচ্চরক্তচাপ এবং কিডনী রোগের চিকিৎসা সেবা অতিমাত্রায় কমে যাওয়ায় সম্ভবত কয়েক হাজার শিশু মারা গেছে।

সংগঠনটি তাদের রিপোর্টে উল্লেখ করেছে, সংঘাতের কারণে সিরিয়ার প্রায় অর্ধেক ডাক্তার দেশটি ছেড়ে পালিয়েছে। এছাড়া ঔষধের দীর্ঘমেয়াদী সংকট দেখা দিয়েছে। ৬০% হাসপাতাল ধ্বংস বা ক্ষতিগ্রস্থ হয়েছে।

'শিশুদের বাঁচাও' হলো লন্ডন-ভিত্তিক একটি দাতব্য সংগঠন, যেটা ১৯১৯ সালে প্রতিষ্ঠা করা হয়। শিশুদের অধিকার বাস্তবায়ন এবং জীবন রক্ষার জন্য সারা পৃথিবীব্যাপী কাজ করছে সংগঠনটি। সূত্র: ওর্য়াল্ডবুলেটিন

ঢাকা, ১৮মার্চ (টাইমনিউজবিডিডটকম) // টিআই

বিষয়: বিবিধ

১০০৪ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

193963
১৮ মার্চ ২০১৪ দুপুর ১২:২২
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : যুদ্ধ যুদ্ধ আর যুদ্ধ।
অকালে ঝরে যাচ্ছে কত শিশু, কুড়িগুলো কি পারতো প্রস্ফুটিত ফুল হয়ে ফুটতে? কিন্তু এ প্রশ্নের উত্তর আজ কে দিবে?
194029
১৮ মার্চ ২০১৪ দুপুর ০২:২৮
মোঃজুলফিকার আলী লিখেছেন : এ যুদ্ধের আর অবসান হবে না। কেন এমন হয়? ক্ষমতা মানুষকে অন্ধ করে দেয়। আজ বিবেকবোধ জাগানো দরকার।
মানবাধিকারের দিকে নজর দেয়া হউক। ধন্যবাদ শেয়ার করার জন্য।
194142
১৮ মার্চ ২০১৪ বিকাল ০৫:১৯
বাংলার দামাল সন্তান লিখেছেন : মাহমুদুর রহমানের মুসলমানদের মানবাধিকার নাই, বইটি পড়লে চোখের পানি ধরে রাখা যায় না।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File