বাড়ি ফিরল ১,১০০ বাস্তুচ্যুত পরিবার
লিখেছেন লিখেছেন অরুণোদয় ১১ মার্চ, ২০১৪, ০৭:১০:০৫ সন্ধ্যা
কর্তৃপক্ষের আশ্বাসের পর তিন দিনে ইরাকের পশ্চিম আনবার প্রদেশের রাজধানী রামাদি'তে ফিরল ১,১০০ পরিবার। সম্প্রতি এই প্রাদেশিক রাজধানীতে সহিংসতা শুরু হলে পরিবারগুলো বাস্তুচ্যুত হয়েছিল।
প্রাদেশিক কাউন্সিলের ডেপুটি প্রধান ফালেহ আল-এসাওয়ি বলেছেন,"আবাসিক এলাকায় পুলিশ মোতায়েন করার পর এখন রামাদি স্থিতিশীল"। তিনি আরো বলেন, সামরিক অভিযানের সময় বাড়ি-ঘর ও সম্পত্তির যে ক্ষয়-ক্ষতি হয়েছে সেটার পারিমাণ নির্ণয় করছে একটি বিশেষ কমিটি।
স্থানীয় জঙ্গীদের বিরুদ্ধে সম্প্রতি পরিচালিত সামরিক অভিযানে যাদের বাড়ি ধ্বংস হয়েছে, তাদের জন্য ১৮ মিলিয়ন মার্কিন ডলার ব্যয় করেছে কর্তৃপক্ষ।
সরকারি হিসেব অনুসারে, সহিংসতার কারণে গত বছরের ডিসেম্বর মাস হতে এ পর্যন্ত প্রায় ৬০,০০০ হাজার পরিবার রামাদি'র নিজ নিজ বাড়ি ছেড়ে আশেপাশের এলাকায় আশ্রয় নিয়েছে।
সুন্নি-মুসলমান অধ্যুষিত আনবার প্রদেশের রামাদি ও ফালুজা শহর জঙ্গী মুক্ত করতে ডিসেম্বর মাসে আক্রমণাত্মক সামরিক অভিযান পরিচালনা করে সরকার। এরপর সহিংসতা শুরু হলে শহর দু'টির শত শত মানুষ নিহত এবং আহত হয়। সূত্র: ওয়ার্ল্ড বুলেটিন - See more at: http://www.timenewsbd.com/news/detail/6612#sthash.2qcsbIro.dpuf
বিষয়: বিবিধ
৮৯৫ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন