পাকিস্তানকে সমর্থন করায় ৬৭ শিক্ষার্থীকে বহিষ্কার

লিখেছেন লিখেছেন অরুণোদয় ০৫ মার্চ, ২০১৪, ০৭:৫২:২২ সন্ধ্যা





ভারত-পাকিস্তান খেলা যে কেবল খেলার মধ্যেই সীমাবদ্ধ থাকে না, বরং তা রাজনীতি-কূটনীতিতেও গড়ায় তা আরেকটি বার প্রমাণিত হলো। এবার পাকিস্তানকে সমর্থন করায় ৬৭ জন কাশ্মীরি ছাত্রকে বহিষ্কার করেছে ভারতের একটি বিশ্ববিদ্যালয়। খবর এনডিটিভির।

রোববার ভারত-পাকিস্তানের মধ্যে অনুষ্ঠিত হয় এশিয়া কাপের উত্তেজনাকর ম্যাচটি। ম্যাচে পাকিস্তান জয়লাভ করে ১ উইকেটে।

পুরো ক্রিকেট বিশ্বের মতো সব ক্রিকেটপ্রেমীই বুঁদ হয়েছিলেন ভারত-পাকিস্তান ম্যাচে। এর ব্যতিক্রম ছিলেন না ভারতের মীরাটের একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কাশ্মীরের দুই শতাধিক শিক্ষার্থী।

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের ওই শিক্ষার্থীরা পড়াশোনা করতেন মীরাটের স্বামী বিবেকানন্দ সুভারতী বিশ্ববিদ্যালয়ে। ম্যাচে পাকিস্তানের জয়লাভের পর কাশ্মীরের এসব শিক্ষার্থী পাকিস্তানের পক্ষে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং স্লোগান দেন। পাকিস্তানের প্রতি এ সমর্থনকে সহ্য করতে পারেনি ভারতের অন্যান্য অঞ্চল থেকে আসা শিক্ষার্থীরা। তারা এ সময় কাশ্মীরের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষ চলাকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভাংচুর হয় বলে জানা যায়। একপক্ষ আরেক পক্ষের দিকে পাথর নিক্ষেপ করে।

ঘটনার দুদিন পর গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ 'রাষ্ট্র বিরোধী কার্যকলাপ' ভাংচুরের অভিযোগে ৬৭ জন কাশ্মীরের শিক্ষার্থীকে বহিষ্কার করে এবং আবাসিক হোস্টেল ছেড়ে যাওয়ার নির্দেশ দেয়। উল্লেখ্য, মীরাটের এই বিশ্ববিদ্যালয়টিতে প্রায় দুই শতাধিক কাশ্মীরের শিক্ষার্থী ইঞ্জিনিয়ারিং ও আইন নিয়ে পড়াশোনা করছেন। সূত্র: এনডিটিভি

- See more at: http://www.timenewsbd.com/news/detail/6004#sthash.cBQLfZ9v.dpuf

বিষয়: বিবিধ

১১৪৮ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

187378
০৫ মার্চ ২০১৪ রাত ০৮:১২
জোস্নালোকিত জ্যাস লিখেছেন : পাকিস্তানের জয়ে উল্লাস করায় ৬৭ কাশ্মীরী ছাত্রকে বাড়ি পাঠিয়ে দেয়া হলো.....

এশিয়া কাপে রোববার ভারতের বিরুদ্ধে ম্যাচে পাকিস্তানের জয়ে উল্লাস প্রকাশ করায় ভারতের উত্তর প্রদেশের একটি বিশ্ববিদ্যালয়ের ৬৭ ছাত্রকে বাড়ি পাঠিয়ে দেয়া হয়েছে।।

ভিসি ক্ষমা চাইতে বলেছিল কিন্তু এ ব্যাপারে অপরাগতা প্রকাশ করায় তাদের এই শাস্তি দিল...

ওই বিশ্ববিদ্যালয়ে দুই শতাধিক কাশ্মীরী ছাত্র ও ছাত্রী বিভিন্ন বিভাগে পড়াশুনা করছে। স্থানীয় মিডিয়ার খবরে বলা হয়েছে, ম্যাচের পর স্থানীয় রান্ডিয়ানরা কাশ্মীরী শিক্ষার্থীদের রুমগুলোতে হামলা চালিয়ে তছনছ করে দিয়েছে।। :'(

নেও ঠেলা....একেতো রান্ডিয়া তার উপর এবার প্রকাশ্যে হিজরার মত রান্ড গিরি করলো......

#কাস্মীর জিন্দাবাদ ...!!
#বীর মুজাহিদ জিন্দাবাদ ...!!
187388
০৫ মার্চ ২০১৪ রাত ০৮:২৮
বিন হারুন লিখেছেন : ওদের দেশটা যত বড়, মনটা কিন্তু তত ছোট. Good Luck
187394
০৫ মার্চ ২০১৪ রাত ০৮:৩৪
বাংলার দামাল সন্তান লিখেছেন : আমি পাকিস্থানকে সার্পোট করি কি জানি আমাকে আবার বাংলাদেশ সরকার বের করে দেয় নাকি?
187423
০৫ মার্চ ২০১৪ রাত ০৯:০৫
মেঘ ভাঙা রোদ লিখেছেন : ভালো হৈছে খুব ভালো হৈছে। Time Out Time Out Time Out
187562
০৬ মার্চ ২০১৪ রাত ০২:১১
সজল আহমেদ লিখেছেন : রেন্ডিগোও চেতনাভুতে গিলি খাইছে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File