খাদ্যের অভাবে মৃত্যুর মুখে ২০০০ সিরিয়ান শিশু
লিখেছেন লিখেছেন অরুণোদয় ২৭ ফেব্রুয়ারি, ২০১৪, ১২:৫৬:২২ রাত
লেবাননের শরণার্থী শিবিরে বসবাসকারী ২০০০ সিরিয়ান শিশু খাদ্যের অভাবে মৃত্যু-ঝুঁকিতে রয়েছে। তাদের প্রত্যেকের বয়স ৫ বছরের কম। দ্রুত ব্যবস্থা গ্রহণ করা না হলে এই শিশুদের বাঁচিয়ে রাখা সম্ভব হবে না। সম্প্রতি জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের এক রিপোর্টে এ তথ্য প্রকাশ করা হয়।
ইউনিসেফের মুখপাত্র প্যাট্রিক এমসি করমিক সুইজারল্যান্ডের জেনেভায় সংবাদ সম্মেলনে বলেন, বেকা এবং উত্তর লেবাননে পুষ্টিহীনতায় ভুগছে এমন শিশুদের সংখ্যা ২০১২ সালের চেয়ে ২০১৩ সালে দ্বিগুন হয়েছে"।
ইউনিসেফের 'শিশুদের জন্য মানবিক কার্যক্রম ২০১৪' শীর্ষক প্রতিবেদনে ইংগিত করা হয়েছে যে, সিরিয়ার সহিংসতা এবং অর্থনৈতিক বিশৃঙ্খলা দেশটির ৪০ লাখ ২৭ হাজার শিশুসহ অর্ধেক জনগোষ্ঠীকে প্রভাবিত করেছে।
শুধুমাত্র ২০১৩ সালের ডিসেম্বর মাসে ১ লাখ ১০ হাজার শিশু এবং তাদের পরিবারের সদস্যরা লেবানন, জর্ডাল, তুরষ্ক, ইরাক এবং মিশরে শরণার্থী হিসেবে আশ্রয় গ্রহণ করতে বাধ্য হয়।
লেবাননের শরণার্থী শিশুদের সহায়তার জন্য ইউনিসেফ ২৫০ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা চেয়েছে। সংস্থাটি আরো জানিয়েছে, ৮ লাখ ৪০ হাজার শিশুকে হাম এবং ১১ লাখ ২০ হাজার শিশুকে পোলিও রোগের টিকা দেওয়া প্রয়োজন। সূত্র: ওয়ার্ল্ডবুলেটিন
- See more at: http://www.timenewsbd.com/news/detail/5293#sthash.z7WcKnSp.dpuf
বিষয়: বিবিধ
৯৬২ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন