না পড়লে মিস করবেন....

লিখেছেন লিখেছেন অরুণোদয় ২২ ফেব্রুয়ারি, ২০১৪, ০৭:১০:৩৭ সন্ধ্যা



উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াত ইসলামী ১৩টি আসনে জয়লাভ করেছে। যে ১৩টি আসনে জয়লাভ করেছে ঐ ১৩টি আসনের মধ্যে ৫টি আসনে বিএনপি তাদের প্রার্থীদের প্রত্যাহার করেনি। অর্থাৎ আওয়ামীলীগ ও বিএনপি'র সাথে প্রতিদ্বন্দ্বীতা করে জয়লাভ করেছে জামায়াত।



জামায়াত যে আসনগুলোতে হেরেছে, সেই আসনগুলোর মধ্যে ১১টি আসনে মূল প্রতিদ্বন্দ্বীতা হয়েছে জামায়াত ও আওয়ামীলীগের মধ্যে। আর ঐ আসনগুলোতে বিএনপির অবস্থান ছিল তৃতীয়। ভোটের পরিসংখ্যান বলছে, ঐ ১১টি আসনে জামায়াত ও বিএনপি'র মোট ভোট ছিল আওয়ামীলীগের চেয়ে বেশি। অর্থাৎ বিএনপি যদি বোকামি না করে জামায়াতকে ভোট দিত, তবে জয়লাভ করত জামায়াত।



বিষয়: বিবিধ

১১২৩ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

180820
২২ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:২৪
হতভাগা লিখেছেন : পইড়াই মিস করছি ।

এত ফালাফালি কইরা কাম কি ? জামায়াতকে সাইজ করার জন্য গোল টেবিল বৈঠক করেছেন শাহরিয়াররা । আর আল-কায়েদা বড়ি তো আছেই ।
২২ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:২৬
133637
শিকারিমন লিখেছেন : একদম ই সঠিক বলেছেন।
২২ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৪৩
133639
অরুণোদয় লিখেছেন : সুস্থ মানুষ বড়ি খায় না ভাই। অসুস্থরাই বড়ি খায়। মন্তব্য করার জন্য ধন্যবাদ
180857
২২ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:০৭
বাংলার দামাল সন্তান লিখেছেন : শাহরিয়ার গংদের হারবাল কচু শাক খাওয়ানো দরকার
180863
২২ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:১৮
মৃনাল হাসান লিখেছেন : ঐ ১১ টি আসনে বি এন পি আর আ'লীগ জোট বেধে জামায়াতকে হারিয়েছে। যেমন- নাচোল।
180882
২২ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:০৫
বাংলার আবাবিল লিখেছেন : বি এন পি নেতারা রাজনীতিতে এখনও অপরিপক্ক, তারা নিজেদেরকে অনেক শক্তিশালী মনে করে কিন্তু মাঠে তার প্রমাণ দিতে চরমভাবে ব্যর্থ আসলে তারা বাস্তবতাকে উপলদ্ধি করার ক্ষমতা হারিয়ে ফেলেছে ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File