মানব পতাকার নতুন রেকর্ড পাকিস্তানের, অব্যবস্থাপতার অভিযোগ

লিখেছেন লিখেছেন অরুণোদয় ১৬ ফেব্রুয়ারি, ২০১৪, ০৫:৫০:৪৭ বিকাল

পাকিস্তানের ২৯ হাজার ৪০০ স্কুল শিক্ষার্থী মানব পতাকা তৈরী করেছে। নতুন বিশ্ব রেকর্ড তৈরী করার জন্য শনিবার পাকিস্তানের জাতীয় হকি স্টেডিয়ামে শিলাবৃষ্টি উপেক্ষা করে শিক্ষার্থীরা এই কর্মসূচিতে অংশ গ্রহণ করে। এসময় নিজেদের মধ্যে ধাক্কাধাক্কিতে লিপ্ত হওয়ার কারণে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়।



পাকিস্তানের ইংরেজী দৈনিক 'ডন'-এর অনলাইন সংস্করণে এ খবর জানানো হয়েছে।

গত বছর পাঞ্জাব ক্রিড়া বোর্ডের উদ্যোগে ২৪ হাজার শিক্ষার্থী মানব পতাকা তৈরী করে বিশ্ব রেকর্ড করেছিল। একই বছরের ১৬ ডিসেম্বর ২৭ হাজার ১১৭ জন বাংলাদেশী মানব পতাকা তৈরী করে পাকিস্তানের বিশ্ব রেকর্ড ভেঙে ফেলে।

মানব পতাকার রেকর্ড তৈরীর জন্য পাকিস্তানি স্কুল শিক্ষার্থীদের দুই বার চেষ্টা করতে হয়েছে। শিক্ষার্থীদের ভুলের কারণে এমনটি হয়েছে।

২৯ হাজার শিক্ষার্থী অংশ গ্রহণ করেছে কিনা, গিনেস বুক অফ ওয়ার্ল্ড এর কর্মকর্তারা প্রথমবার সেটা হিসেবে করে দেখার আগেই শিক্ষার্থীরা তাদের হাতে থাকা সাদা ও সবুজ কার্ডগুলো আকাশের দিকে ছুড়ে মারে। এরপর দ্বিতীয়বারের মতো আবারো লাইনে দাড়ায় তারা।

আয়োজকদের অব্যবস্থাপনা

এদিকে, প্রতিকূল আবহাওয়া মোকাবেলা করার জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করেনি পাঞ্জাবের ক্রিড়া বোর্ড এবং প্রোগ্রামের আয়োজকরা।

ইংরেজী দৈনিক 'ডন'- এর অনলাইন সংস্করণে বলা হয়েছে, সকালবেলা লাহোর ও আশেপাশের শহর থেকে বাসে করে স্কুল শিক্ষার্থীদের নিয়ে আসা হয়

বৃষ্টি থেকে রক্ষা পেতে মাথার উপর কার্ড তুলে ধরে প্রোগ্রামে অংশগ্রহণকরীরা

দুপুর ১টায় প্রোগ্রাম শুরু হওয়ার কথা থাকলেও প্রতিকূল আবহাওয়ার কারণে প্রোগ্রাম শুরু হয় বিকাল সাড়ে ৪ টায়। শেষ হয় সন্ধ্যা সাড়ে ৭টায়। এই দীর্ঘ সময়ে শিক্ষার্থীদের খাবারের জন্য দেওয়া হয় এক প্যাকেট বিরিয়ানি।

প্রোগ্রামে অংশগ্রহণকারী একজন শিশু ডন'কে জানায়, সে এবং তার বন্ধুরা সকাল ৮ টায় স্কুলে আসে। প্রোগ্রাম শেষ হওয়ার পর রাত ৮টা পর্যন্ত এই ১২ ঘন্টা প্রতিকূল আবহাওয়ায় কাটানো তাদের জন্য খুব সহজ কাজ নয়। শিশুটি আরো জানায় , খাদ্য বন্টন প্রক্রিয়াটি ছিল ত্রুটিপূর্ণ এবং বিরিয়ানির প্যাকেট পেতে তাদের বেশ কষ্ট করতে হয়েছে।

কিছু কিছু শিক্ষার্থী অভিযোগ করে বলেছে, তারা বাধ্য হয়ে প্রোগ্রামে অংশগ্রহণ করেছে।

- See more at: http://www.timenewsbd.com/news/detail/4442#sthash.MEHz2i1F.dpuf

বিষয়: বিবিধ

১১১৮ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

177914
১৬ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৫৯
177915
১৬ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:০০
মেঘ ভাঙা রোদ লিখেছেন : সামনে বাংলাদেশ আবার রেকর্ড গড়বে।
177923
১৬ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:০৬
শেখের পোলা লিখেছেন : এবার আবার আমাদের পালা আমরা ষোল কটি দিয়ে বানিয়ে দিতে পারি, ওরা ভেবেছে কি?
177935
১৬ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:২০
শিকারিমন লিখেছেন : সব কিছুর একটা পরিমিতি বোধ থাকা উচিত
যে দিন বাংলাদেশ বৃহত্তর মানব পতাকা তৈরী করল সেদিন ই জানলাম পাকিস্থানের রেকর্ড ছিল। কিন্তু আমাদের কিছু মাধ্যম ও ব্যাক্তি এমন ভাব (মন্তব্য) করল পাকিস্তানের রেকর্ড ভেঙ্গে যেন পুনরায় যুদ্ধ জয় করল। ক্রিকেটে পাকিস্থানের বিপক্ষে জয় কিনবা পাকিস্থানের কোন রেকর্ড ভাঙ্গাকে যারা মুক্তি যুদ্ধের জয়ের সাথে তুলনা করেন তাদের রুচি বোধ নিয়ে আমার মনে সন্দেহ জাগে। আমার মনে হয় যারা সামান্য বিষয়ে মুক্তি যুদ্ধের তুলনা করেন তারা মুক্তিযুদ্ধের মুল্যায়ন ই জানেন না। তারা শুধু মুক্তি যুদ্ধের নাম ভাঙ্গিয়ে ফায়দা হাসিল করেন.।
১৬ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৪৫
131068
এনামুল মামুন১৩০৫ লিখেছেন : সহমতGood Luck Happy>- Happy>- Happy>-
178094
১৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:৫৩
হতভাগা লিখেছেন : গোটা দেশটাই অব্যবস্থাপনার মধ্যে চলছে
১৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:১২
131276
অজানা পথিক লিখেছেন : Happy
১৭ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:৪৪
131427
অরুণোদয় লিখেছেন : মতামতের জন্য ধন্যবাদ
178254
১৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:৫২
সাদাচোখে লিখেছেন : এভাবেই মুসলমানদের ইস্যু ভুলিয়ে নন ইস্যু হাতে তুলে দেওয়া হবে এবং মুসলমানরা তা নিয়ে হইচই করবে এবং দিন শেষে ড্রোনের আঘাতে পর পারে পাড়ি দেবে এবং আল্লাহর সামনে অবনমিত অপরাধীর মত দাড়াবে।
মুসলিম হিসাবে আমাদের বুঝতে হবে পাকিস্থান কিংবা বাংলাদেশ আমাদের লয়ালটি কিংবা সিম্বলিজমের জায়গা নয় - আমাদের লয়ালটি থাকবে শুধু মাত্র আল্লাহর কাছে এবং সিম্বল হবে ইসলামিক। দেশ আমাদের জন্য একটি বাসস্থান স্বরূপ মাত্র।
১৭ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:৪৩
131426
অরুণোদয় লিখেছেন : ঠিক বলেছেন সাদাচোখ। আপনার সাথে একমত

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File