মুসলমানদের রক্ত খারাপ: খ্রিস্টান ডাক্তার

লিখেছেন লিখেছেন অরুণোদয় ১৪ ফেব্রুয়ারি, ২০১৪, ০১:২২:০৯ রাত

মুসলিম দেশগুলো থেকে আগত মুসলমানদের রক্ত 'খারাপ' বলে উল্লেখ করেছেন অস্ট্রিয়ার এক খ্রিস্টান ডাক্তার। এ ঘটনায় অস্ট্রিয়ায় ব্যাপক উত্তেজনা বয়ে যাচ্ছে। খবর ওয়ার্ল্ডবুলেটিনের।

ওয়ার্ল্ডবুলেটিন খবরটি জানিয়েছে গত বুধবার। তবে, অস্ট্রিয়ায় কবে এই ঘটনা ঘটেছে তা জানায়নি অনলাইন পত্রিকাটি।

সম্প্রতি অস্ট্রিয়ার লিনজ শহরে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করে আইআরজি নামের একটি মুসলিম দাতব্য সংস্থা। এই কর্মসূচিতে রক্ত পরীক্ষা করছিলেন রেড ক্রসের একজন ডাক্তার। এক সময় ওই ডাক্তার একজন মুসলিম রক্তদাতার শরীরে হেপাটাইটিস বি ভাইরাসের উপস্থিতি খুঁজে পান। এরপরই তিনি এ মন্তব্য করেন।

রেড ক্রসের ওই ডাক্তার বলেন, "মুসলিম দেশগুলো থেকে আসা মুসলমানদের রক্ত দূষিত।" এই রক্ত নেয়া থেকে বিরত থাকারও আহ্বান জানান অস্ট্রিয়াবাসীকে।

আইসুন ওঝদেমির নামের ওই রক্তদাত, যার শরীরে হেপাটাইটিস বি পাওয়া গেছে তিনি এতে শোকাহত হয়েছেন। তিনি ওইদিনই মন্তব্যকারী ডাক্তারকে ফোন করে এর প্রতিবাদ জানান। তিনি বলেন, "একজন মুসলিমের রক্তে হেপাটাইটিসের ভাইরাস পাওয়া যাওয়া মানে সব মুসলমানের রক্ত দূষিত এমন মন্তব্য অগ্রহণযোগ্য। একজন ব্যক্তিকে দিয়ে একটি জাতিকে বিচার করা বাস্তবসম্মত নয়।"

অস্ট্রিয়ার আইআরজি ফাউন্ডেশনের চেয়ারম্যান মুরাদ বাশার জানিয়েছেন, গত বছরও এরকম একটি অনুষ্ঠানের আয়োজন করতে চেয়েও রেড ক্রসের অনুমোদন পাওয়া যায়নি। সূত্র: ওয়ার্ল্ডবুলেটিন

- See more at: http://www.timenewsbd.com/news/detail/4140#sthash.BjXY7BAx.dpuf

বিষয়: বিবিধ

১০৭২ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

176863
১৪ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৫:৫৯
তহুরা লিখেছেন :
ব্যাক্তি আওয়ামীলীগ ছিল ।
176899
১৪ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৯:৪৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এই ফর্মুলাতে তো সারা ইউরোপের এইডস আছে জাতিয় গবেষনা করা যায়।
179101
১৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:৫৭
সিকদারর লিখেছেন : আস্-সালামু-আঁলাইকুম ওয়া রহমতুল্লাহ।
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এই ফর্মুলাতে তো সারা ইউরোপের এইডস আছে জাতিয় গবেষনা করা যায়।
স হমত।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File