বিএনপির বুমেরাং থিওরি.....

লিখেছেন লিখেছেন খামচি বাবা ২৪ জানুয়ারি, ২০১৫, ০৯:২৬:৫৮ রাত

গত ৫ই জানুয়ারি সমাবেশ ঠেকাতে সারাদেশে অঘোষিত অবরোধ ডেকেছিলো সরকার... সমাবেশ করতে না দেয়ায় সেই অবরোধ ঘুরিয়ে টানা অবরোধের ডাক দেয় বিএনপি...

তারপর থেকেই কখনো বালুর ট্রাক,কখনো পুলিশের গাড়ি দিয়ে এবং বিএনপির গুলশান কার্যালয়ের গেটে তালা দিয়ে রেখেছিলো আওয়ামিলীগ,

আজ খোকার মৃত্যুতে সমবেদনা জানাতে(নাটক করতে) বিএনপির কার্যালয়ে এসেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা,কিন্তু গেটে তালা দেয়া এবং গেটে খালেদা জিয়ার প্রটোকলের জন্য রাখা গাড়ী দিয়ে বেরিকেড দেয়া থাকায় ফিরে গিয়েছেন তিনি....

আম্লীগকে উচিৎ পরবর্তি ঢিল মারার আগে বুমেরাং হয়ে ফিরে এসে তা তাদের ঘারে কতটা জোরে পরবে তা হিসেব করা....

বিষয়: রাজনীতি

১১৮৬ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

301563
২৪ জানুয়ারি ২০১৫ রাত ০৯:৫৫
শেখের পোলা লিখেছেন : কিন্তু তারা প্রচার করবে তাকে যেতে দেওয়া হয়নি, আর এটাই নটক৷ গোলাম মিডিয়া তাই ছড়িয়ে দেবে৷
২৫ জানুয়ারি ২০১৫ দুপুর ০১:১৭
244013
খামচি বাবা লিখেছেন : টকশোতে তাই চলছে
301565
২৪ জানুয়ারি ২০১৫ রাত ১০:১২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ইতঃমধ্যে তথ্য অপদেষ্টা তা নিয়ে অপপ্রচার শুরু করেছেন!!
২৫ জানুয়ারি ২০১৫ দুপুর ০১:১৮
244014
খামচি বাবা লিখেছেন : উহারা এরকমই....
301673
২৫ জানুয়ারি ২০১৫ দুপুর ০৩:৩২
হতভাগা লিখেছেন : শোকের সমবেদনা নিয়ে রাজনীতি করা খালেদার উচিত হয় নি ।

রাজনৈতিক প্রজ্ঞা ও সহনশীলতার পরীক্ষায় উনি হাসিনার কাছে আবারও গো-হারা হারলেন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File