ফিলিস্তিনে কিভাবে পালন হলো ঈদুল ফিতর......
লিখেছেন লিখেছেন খামচি বাবা ৩১ জুলাই, ২০১৪, ১২:১৮:৫০ দুপুর
ফিলিস্তিনের নুজাইরাতে থাকে দুই ভাই...
সাদিক,সাইফ..
সাদিক কাসসাম বিগ্রেডের একজন সদস্য..
সাইফ এখন আর বোমার শব্দে ধরমরিয়ে ঘুম থেকে উঠেনা.. প্রতিনিয়ত বিকট বিস্ফোরনের শব্দ সয়ে গেছে..
তবে সেদিনের বিস্ফোরনটা আচমকা ঘুম কেরে নিলো সাইফের.. আশে পাশেই কোথাও হয়তো পরেছে শেল..
ঘুম ভেঙেই আশ্চর্য হয়ে সাইফ দেখলো বড় ভাই সাইদ সামান্য চিনি মেশানো শরবত খাচ্ছে.. অবাক হয়ে বেমাক্কা প্রশ্ন করে বসে সাইফ.. 'ভাইয়া তুমি আজ রোজা রাখনি!!'
ছোট ভাইকে পান্জাবি পরিয়ে হাত ধরে হাটতে থাকে সাইদ,, আস্তে আস্তে বলে "আজকে ঈদ,চলো নামাজ পরে আসি"
সাইফ খুব খুশি হয়,, অনেকদিন পর মুখে এক চিলতে হাসি ফুটে ওঠে..
সামনে অনেক মানুষ,, সবাই নামাজ পরতে এসেছে,, নামাজ শেষে সামনে থেকে ভেসে আসে আহাজারি,কান্নার শব্দ,
সাইফ খেয়ালই করেনি, বিনা সিজদায় নামাজ পরে এসেছে সে,,
সে ভাবছে ঈদের নামাজ পরে এসেছে.
বিষয়: বিবিধ
১৩২১ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এখানেও দেখছি খামচির অনাগোনা
মাশাল্লাহ
শুধুই ব্লগার না , সিনিয়ার ব্লগার
মন্তব্য করতে লগইন করুন