আসুন শীতের প্রোকোপ থেকে বাচাই অসহায় মানুষদের|| অন্তত একটি জামা দান করি. . . .এই শিতে

লিখেছেন লিখেছেন খামচি বাবা ১৫ নভেম্বর, ২০১৩, ০৩:০১:১০ দুপুর

নামাজ পড়তে বের হয়ে বেশ শীত শীত অনুভব করলাম।তখন শীতের জন্য কি গায়ে দেয়া যায় ভাবছিলাম,এমন সময় মনে পরে গোলো বাসায় একটা চাদর আছে যেটার ডিজাইন পছন্দ না হওয়ায় পারত পক্ষে ওটা পরিনা।

অন্য চাদর কিংবা ব্লেজার পরি

হ্যা জানি,আপনাদের সবার ই এমন কোনো না কোনো শীতের পোষাক আছে, যা আপনি ডিজাইন পছন্দ কিংবা ফিটিং না হওয়ার কারনে আলমারী কিংবা ওয়ার্ডরোবে ফেলে রেখেছেন,

অথবা খেয়ালই নেই এরকম একটা ড্রেস পরে আছে আলমিরার কোনায়. . .

আজই খুজে বার করুন বাসায় এরকম কত জামা আছে, তারপর সেগুলো জমা করে ওয়ার্ডরোব কিংবা আলমিরার সামনের তাকে রাখুন,|

রাস্তায় চলাফেরার সময় খেয়াল রাখুন,দেখবেন রাস্তায় অথবা আপনার ই পাশের কোনো বস্তি কিংবা খুবরিতে কোনো আসিথীপর বৃদ্ধ কিংবা বৃদ্ধা শীতে কাপছে।

নীজে পরে সেই পোষাকটা হকদার ব্যাক্তির সামনে যেয়ে শরীর থেকে খুলে পরিয়ে দিন।

হয়তো ভাববেন পরনের পুরনো কিংবা বেঢপ সাইজের পোশাক কাউকে দিতে লজ্জা হয়. .*

কিন্তু আপনি জানেন কি, ‪Fit_elegance‬কিংবা ‪Reymond ‬থেকে বানানো কোনো কম্প্লিট সূট গিফট পেলে আপনার যতটুকু আনন্দ হবে, তার থেকে অনেক গুন বেশি আনন্দ পাবে সেই অসহায় লোকটি আপনার বেঢপ সাইজের পোষাকটি পেয়ে

তাই আসুন শীতে অন্তত একজন মানুষকে বাচাই এই কষ্টের হাত থেকে. . .

বিষয়: বিবিধ

১২৪০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File