জিন্স প্যান্ট এবং এ যুগের ভালবাসা
লিখেছেন লিখেছেন Bhabsi ki Hote Pare ২৭ মার্চ, ২০১৩, ০৫:৪৬:০৯ বিকাল
আমার বন্ধু সারা।এবার SSC দিল।২৬-২৭ বছর বয়সের এক ছেলের কাছে প্রাইভেট পড়ত।একদিন স্যার সারাকে বলে,তোমাকে আজ খুব সুন্দর লাগছে। সারার সৌন্দর্যের প্রশংসা করায় সে খুশি হয়, মিষ্টি করে হেসে স্যারকে ধন্যবাদ দেয়।(স্যার মনেহয় একটু বেশীই খুশি হয়)কারন পরের দিন স্যার খুশি খুশি ভাব নিয়ে সারাকে পড়াতে আসে। কিছুক্ষন কাচুমাচু করে বলল,"তুমি কি আমার প্রস্তাবে রাজি"?
গরম তেলে পানি ঢাললে যা হয়,অবস্থা ঠিক সেরকম. এমনিতেই সারা রাগী,এখনতো রেগেমেগে আগুন।টেবিলের উপর জোরে একটা ঘুষি মেরে বলল Why why why you proposed me?etc.etc.etc. স্যারতো হতবম্ভ ।
.
.
যাহোক সে যখন একথা আমাকে জানালো আমি মজা করে বললাম,তোর স্যার খারাপ কি দেখতে ভালোই তো।সে বলল দেখ, তুই এ বিষয়ে কোনকথা বলবিনা।আমি বললাম দেখ,সে পড়া লেখায় ভালো দেখতেও খারাপনা তাকে অপছন্দ করার যুক্তি কি?(নিজেকে আমি আবার যুক্তিবাদী ভাবতে পছন্দ করি)তাছাড়া ব্যাপারটা এমন না যে তুই প্রেম করবি না।সারা তখন চিত্কার করে বলল,'স্যার জিন্স প্যান্ট পরেননা'!
জিন্স প্যান্ট:-/! I'm surprized
হায়রে ডিজিটাল যুগ!!!
বিষয়: সাহিত্য
১১৮৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন