আ'লীগের ব্যাকরণ হামলা . (স্বাধীনতার ঘোষক প্রসঙ্গ)

লিখেছেন লিখেছেন Bhabsi ki Hote Pare ২৪ মার্চ, ২০১৩, ১২:৩৮:৪৬ রাত

প্রথমেই বলে রাখি আমি ব্যাকরণ বোদ্ধা নই।ব্যাকরণের যে তুচ্ছ জ্ঞান আছে তাতে, আ'লীগের ব্যাকরণ হামলার ব্যাপারটা পরিষ্কার করি।আমরা ছোট থেকে পড়ে এলাম

'ঘোষনা করেন যিনি'-ঘোষক

কিন্তু আ'লীগ বানালো

যার পক্ষে ঘোষনা দেওয়া হয় সে ঘোষক।

আর এটা প্রতিষ্ঠার জন্য তারা হাইকোর্টকে ব্যবহার করল।মানে বঙ্গবন্ধুকে তিতা বানানো আর কি।বঙ্গবন্ধু নিজেকে কখনো স্বাধীনতার ঘোষক বলে দাবি করেননি।বঙ্গবন্ধু বাঙ্গালী স্বাধীনতার নেতা,এটা মানতে কোন বাঙ্গালীর আপত্তি নেই থাকতে পারেনা ।কিন্তু আমি কখনোই বঙ্গবন্ধুকে স্বাধীনতার ঘোষক বলব না।তিনি স্বাধীনতার স্থপতি কিন্তু স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমান।যার পক্ষেই ঘোষনা করা হোক না কেন, যিনি ঘোষনা করবে তিনি ঘোষক।জোর করে এটা পরিবর্তন করা যাবেনা।আমাদের ইতিহাস নিয়ে এরকম বিশ্রি খেলা বন্ধ করতে হবে।৪৩বছর পরেও আমরা স্বাধীনতার ঘোষক নিয়ে বিতর্ক করছি এটা আমাদের জন্য কত বড় লজ্জার।আমি আবারো জোরালো কন্ঠে বলছি বাংলার স্বাধীনতার ঘোষক "শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান"

.

.

.

স্বাধীনতার ঘোষক প্রশ্নে হুমায়ূন আহমেদের একটি সাক্ষাত্‍কারের অংশবিশেষ

(ইমদাদুল হক মিলনঃ স্বাধীনতার ঘোষনার ব্যাপারটা নিয়ে আপনি কি বলবেন ?যেটা নিয়ে এখন বিতর্ক হচ্ছে।

হুমায়ূন আহমেদ: ঘোষণা জিয়াউর রহমানই দিয়েছেন।

ইমদাদুল হক মিলনঃআপনি শুনেছেন ?

হুমায়ূন আহমেদ:হ্যা আমি নিজ কানে শুনেছি।জিয়াউর রহমান প্রথমে নিজে এবং পরে বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষনা দেন।

ইমদাদুল হক মিলনঃ তাহলে আপনি ঘোষক কাকে বলবেন?

হুমায়ূন আহমেদ:জিয়াউর রহমানকে।)

.

.

আশা করি ইতিহাস বিকৃতির নষ্ট খেলা বন্ধ হবে।

বিষয়: বিবিধ

১০০৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File