"কারো বাপের সাধ্য নাই বঙ্গবীরকে থামাবে"

লিখেছেন লিখেছেন Bhabsi ki Hote Pare ১৯ মার্চ, ২০১৩, ০১:০১:৩৫ রাত

একটা হিন্দু পল্লীতে একটা মুসলমান স্বগর্বে তার ধর্ম প্রচার করে, এতে তাকে বাধা দেওয়াতো দুরের কথা তাকে রাখা হয় সবার উপরে এবং অন্য সবার থেকে তাকে বেশী সম্মান ও শ্রদ্ধা করা হয়|এটাতে হিন্দুরা মনক্ষুন্ন হলেও মুসলমানরা খুশি হওয়ার কথা|যদি তর্কের খাতিরে ধরে নিই এটা রাজাকারের

চ্যানেল এবং বঙ্গবীর সেখানে তার দেশের পূর্ববর্তী ও বর্তমান নিয়ে আলোচনা করে এতেতো রাজাকার তথা স্বাধীনতা বিরোধীদের মনক্ষুন্ন হওয়ার কথা|সেখানে যারা বলে যে তারা স্বাধীনতার পক্ষ,তারা অখুশি কেন?

প্রকৃত মুক্তিযুদ্ধারা কখনোই রনাঙ্গনের মুক্তিযোদ্ধাকে অস্বীকার করবেনা|আর অস্বীকারের করার কোনো উপায়ও নেই|বঙ্গবীরকে বলছি,

আলীগের চামচাদের কথায় আপনার অনুষ্ঠান বন্ধ করবেন না|আপনি চালিয়ে যান আপনার সাহস দেখে এখনো রক্ত গরম হয়| মাওলানা ভাষানী দেশ নিয়ে বলেন "কারো বাপের সাধ্য নাই স্বাধীনতা ঠেকাবে" আপনার সাহস দেখে আমি বলছি "কারো বাপের সাধ্য নাই বঙ্গবীরকে থামাবে"

........(তোকির)

.

tar pogramta(SABAR UPORE DESH) cholbe kina tar jonno sobar opinion chai.kew chaile opinion dite paren,

বিষয়: বিবিধ

১০৪৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File