[এত ভালোবাসা]
লিখেছেন লিখেছেন Bhabsi ki Hote Pare ১৮ মার্চ, ২০১৩, ১২:১৬:৪২ রাত
এই যা আবার এলো,
-কি চাই?
-ভালোবাসি তোমায়
-দুর ছাই
এত বেহায়া,এত নিলর্জ্জ,
এত অপমান কি করে হয় সহ্য?
-ভালোবাসার পরীক্ষাই হলো ধৈর্য।
-এবার ছাড়না
-উঁহু চুল যেন সরে না
-মানে?
-মুখের উপর উড়ে বাকা বাকা চুল,
ভালো লাগে।
-উরিনের মিষ্টি রাগ লাগে,
মিষ্টি রাগ?
সেটা আবার কি?
এটা কি তার আবিষ্কার
দুর ছাই বাড়ি যাই এবার।
.
.
বাড়িতে লংকা কান্ড,
ছোট কাকা কাকীর দ্বন্দ।
ঘটনা নতুন নয়
দিনে একবার করে হয়।
আজ মনে হয় একটু বেশী,
ভেঙ্গে পড়ে আছে ঔষুদের শিশি।
হঠাৎ
.
কাকা কি যেন মারে ছুড়ে,
পানির মত জিনিসটা লাগে আমার চোখে।
তীব্র ব্যাথা চোখ জ্বলছে,
চোখে অন্ধকার দেখছি
নিজের অজান্তে চিৎকার করছি।
.
.
চোখ দুটো নষ্ট হয় কিন্তু,
আমি অন্ধ নয়।
এ যুগে চোখ দান করবে এমন কেউ আছে?
আমি ভাবিনি,সে আমায়
এত ভালোবাসে
.
.
কান্নার বেদনায়
প্রশ্ন বিদ্ধ মন
এত্ত ভালোবাসলে আমায় কখন?
কখন করলে এই ভুল?
যখন দেখি মুখের উপর উড়ে,
বাকা বাকা চুল।
.
.
উরনীর চোখে জল আসে
কিন্তু জল নয় শুধু দুঃখের,
এত ভালবাসা
এত পাওয়া সুখের।
.............(অ প্সরা)
.
[চীনের প্রেমিক যুগলের সত্য কাহিনীর ছায়া অবলম্বনে অপ্সরার 'এত ভালবাসা']
বিষয়: সাহিত্য
১১২৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন