সাঈদীর ফাঁসির বিরুদ্ধে অপ্সরার ৪ যুক্তি

লিখেছেন লিখেছেন Bhabsi ki Hote Pare ১৪ মার্চ, ২০১৩, ১১:৩৫:৩৬ সকাল

১।খন্দকার মাহবুব(প্রথম যুদ্ধাপরাধী ট্রাইবুনালের চিফ প্রসিকিউটর,বার কাউন্সিলের সভপতি) বলেছেন১৯৫ জন যুদ্ধাপরাধী এবং ৩২০০০ রাজাকারদের মাফ করেন বঙ্গবন্ধু তবে হত্যালুট ধর্ষন অগ্নী সংযোগ কারী বাদে।পরবর্তীতে খন্দকার মুসতাক এই চারটি অপরাধও মাফ করেন।উল্লেখ্য১৯৫ বা ৩২ হাজারের মধ্যে সাঈদী ছিলনা।

২।জাফর ইকবাল স্যার এবং উনার মা প্রজন্ম চত্বরে এলেও সাক্ষী দিতে জাননি কেন?

৩।দেল্যা আর দেলোয়ার সাঈদীর মিল কে কিভাবে পেল বা মিলাল তা জনগনের কাছে স্পষ্ট নয়।স্পষ্ট করার কেউ আছে?(একজন সাক্ষী এখনো অপহৃত।সে কোথায় তাকেপাওয়া যাচ্ছে না কেন?)

৪।সাইদীর জন্য ৬০থেকে৭০ জনের আত্মা হুতি আমাদের বঙ্গবন্ধু ও জিয়া হত্যার পর তার সহযোগীরা পালিয়েছিল।অর্থা ­ৎ মানুষের মন এমন ভাবে জয় করা রাজাকারের পক্ষে সম্ভব নই।

এই যুক্তি গুলো ভুল এটা প্রমান করবে এমন কেউকি আছে।

.

.

.

.

.

.

বিঃদ্রঃএটা অপ্সরার নিজস্ব বক্তব্য।কেউ আঘাত পেলে অপ্সরা দুঃখিত।

বিষয়: রাজনীতি

১৩৮৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File