প্রজন্ম চত্বর আজ তেতো লেবুর সরবত

লিখেছেন লিখেছেন Bhabsi ki Hote Pare ১৩ মার্চ, ২০১৩, ০৪:২৬:৪৭ বিকাল

লেবু টক।কিন্তু উপকারিতা অনেক।লেবুর উপকারীতা নিয়েপৃষ্ঠার পর পৃষ্ঠা লেখা যায়।আমি লেবুর সরবত নিয়েইবলি।সরবতের জন্য লেবুকে হালকা কচলাতে হয়।কিন্তু বেশী কচলালে লেবু তথা লেবুর সরবত তেঁতো হয়।এবং সেটা খাওয়ার অযোগ্য।হঠাৎ লেবুর কথা কেন?

লেবুটা প্রতীকি।

আমাদের প্রজন্ম চত্বর আজ তেতো লেবুর সরবত।প্রজন্ম চত্বরের প্রথম এবং একমাত্র দাবী রাজাকারের যথাযথ বিচার।টিভি পত্রিকা টকশো সব আমাদের(প্রজন্মের)পক্ষে। কিন্তু এরপর.......

আস্তিক ,নাস্তিকের যুদ্ধ (নিজেদের আস্তিক প্রমানে ব্যস্ত)

মাহমুদুর রহমান ধর,

আমার দেশ, দিগন্ত টিভি বন্ধ কর,(গনতন্ত্রের জন্য হুমকি-বিশিষ্ট জন)

কাদের সিদ্দিকী নব্য রাজাকার(HENIOUS ACT)

বিরুদ্ধে গেলেই তুই রাজাকার(এলোমেলোআচরন)

ফাঁসি ছাড়া রায় দেওয়া দেওয়া যাবে না(বিচারের দরকার কি--বিশিষ্ট আইনজিবীরা)

পতাকার ব্যবহার নিয়েও প্রশ্ন তোলা হয়।

২দিনে ৬০-৭০ জন মৃত্যু ,হোক তারা জামায়াতের ১ম কথা তারা মানুষ।প্রজন্ম চত্বর এটাকে জামাতের তান্ডব বলে।তার উপর ইমরান সরকার FBতে কাচ্চি খাওয়ার নিমন্ত্রন করে।মানুষ মরে তারা উল্লাস করে।

TV NEWS PAPER(একি হচ্ছে।প্রথমে এমন একপেশে ভাবে সমর্থন দিয়েছে যে এখন সরাসরি কিছু বলতেও পারছেনা)

TALK SHOW তে সমর্থন প্রায় পুরোপুরি শেষ।

সার কথাঃকি ছিল আর কি হল? শেষমেষ মাহমুদুর রহমানই জয়ী।বিএনপি যে কৌশলনেয় সেটাও সার্থক।

বিষয়: রাজনীতি

১১৩৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File