(শাহবাগ কি মিডিয়াকে ব্লাকমেইল করল)

লিখেছেন লিখেছেন Bhabsi ki Hote Pare ১৩ মার্চ, ২০১৩, ০১:৫১:০০ রাত

প্রথমে শাহবাগে আন্দোলনের যৌক্তিকতা ,শাহবাগের আন্দোলন অবশ্যই যৌক্তিক এবং তাদের যে দাবী যুদ্ধাপরাধের বিচার সেটা পুরো দেশবাসীর দাবী।কিন্তু প্রথমে আমার কেমন একটা খটকা লাগল দেশের সরকার যখন দুর্নীতির সাগরে এবং বিশ্বজিতের হত্যার ভিডিও এখনো যখন দেখি শরীর শিহরিত হয় ব্যথিত হয় এবং ভাবি প্রধানমন্ত্রী কি এই ভিডিও টি দেখেননি একজন সুস্হ মানুষ এটা দেখে শিহরিত হয় না এটা অকল্পনীয়।কিন্তু বাস্তবতা সরকার শিহরিত হয় নি।যাহোক এ প্রসঙ্গ তোলার কারন হলো গনজাগরন বা আন্দোলনের জন্য অনেক ইস্যু থাকা সত্ত্বেও আন্দোলন ,জাগরন কিছুই হয়নি হঠাৎ মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য সবাই রাস্তায়।যেখানে স্কাইপি কেলেংকারী,সরকার দলীয়দের বিচার না করা ইত্যাদি অনেক কারনে এ বিচার প্রশ্নবিদ্ধ।খটকার বিষয় এই খানে।এসব বিষয়ে তাদের প্রশ্ন করা হলে স্লোগান কন্যা লাকী উত্তর দেয় ইংরেজী পরীক্ষার দিন অংক পরীক্ষা দেবনা।দিলে ফেল করব।তবে এক বিষয়ে পাশ করে পরীক্ষায় উত্তীর্ন হওয়া যায়না।যাহোক সে বিতর্কে যাচ্ছিনা শুরু থেকেই আন্দোলনে একাত্বতা এবং নোয়াখালীতে যে ছোট খাট মঞ্চ হয় সেখানে অংশগ্রহন করি।এবার মিডিয়া প্রসঙ্গ,প্রজন্ম চত্বরকে আমাদের ৯০ ভাগ মিডিয়া এক পেশে সমর্থন দেয়।কারন বলা হয়েছে এটা দ্বিতীয় মুক্তিযুদ্ধ।স্বাভাবিক ভাবেই সবাই ২য় মুক্তিযুদ্ধের অংশীদার হতে চেয়েছিল।দাঁত ভাঙ্গাকে বাঁধ ভাঙ্গা শুনে সবাই বাঁধ নির্মানের একজন অংশীদার হতে চেয়েছে।আর সেটার জন্য প্রজন্ম চত্বরে ছোট বড় ভুলকে এড়িয়ে সংবাদ প্রচার করে।যেটা সংবাদ মাধ্যমের জন্য অনুচিত কাজ এবং এটা ভুল পথ।তাদের এই ভুলটাকে পুঁজি করল মহাজোট সরকার।যেখানে সরকারের একটার পর একটা দুর্নীতি মিডিয়া দক্ষতার সাথে ফাঁস করে দিচ্ছে।শাহবাগের কারনে সব পেছনে চলে যায়।নিউজ,টকশোতে শাহবাগের জয়গান।বিরধীদলকে হেনস্তা করতে সরকার সুকৌশলে মিডিয়াকে সঙ্গী হিসেবে পেল।বিরোধীদল আন্দোলনকে সরাসরি সাপোর্ট না করায় ব্যাপক সমালোচিত হল।পরবর্তী অবস্হা হচ্ছে সাঈদীর ফাঁসির রায়।এবং রায় নিয়ে জামায়াতের হরতাল,পুলিশের নির্বিচারে গুলি।দুঃখের বিষয় এক দেড়শ মানুষ হত্যার বিষয় মিডিয়াতে সেই ভাবে আলোচিত হয়নি।আলোচিত হয় জামায়াত শিবিরের তান্ডব।প্রজন্ম চত্বরও একই কথা বলে।যে ব্যাপার টা সবচেয়ে বেশী খারাপ লাগল সেটা হল উপযুক্ত তথ্য উপাত্ত এবং তদন্ত ছাড়াই বেশীর ভাগ মিডিয়া একটা দলকে দোষী করল।যেটা সরকারী দল করত।BTVআরETVতে একই সুর এটা অপ্রতাশিত।কারন প্রথমে যে শহীদ মিনার ভাঙল সেটা কে করল তার প্রমান নেই কিন্তু যুবলীগ নেতা যে শহীদ মিনার ভাঙল সেটার কিন্তু প্রমান আছে।আবার সংখালগুদের উপর যে হামলা হল কারা করল সেটার সুনির্দিষ্ট প্রমান নেই কিন্তু নোয়াখালী দত্তের হাটে হিন্দু বাড়িতে ছাত্রলীগের হামলার প্রমান আছে।কিন্তু মিডিয়া সুনির্দিষ্ট প্রমান ছাড়া জামায়াত কে দোষী করল।যার ফলে আ'লীগের সাহস বেড়ে গেল।তারা যা খুশি করতে পারে কারন দোষ যাবে জামাতের ঘাড়ে।বলা বাহুল্য আমি জামায়াতে পক্ষ নিচ্ছিনা জামায়াত যে সাধু সেটাও বলবনা।কিন্তু মিডিয়া কেন এমন করছে।আমি চলমান পরিস্হিতির জন্য অনেকাংশে মিডিয়াকে দায়ী করব।কারন এক এগারর পর থেকে গত বছর পর্যন্ত মিডিয়া যেভাবে সংবাদ প্রচার করছিল তাতে করে তারা সব মহলে প্রসংশিত হয়।তাদের বস্তুনিষ্ঠ সংবাদ গভীর রাতের টকশো গুলো নাটক ম্যাগাজিনের চেয়েও জনপ্রিয় হয়ে উঠে।কিন্তু যতদুর দেখছি শাহবাগের আন্দোলনের পর থেকে সব কিছুতে ভাটা পড়ছে যা অপ্রত্যাশিত।মিডিয়া একদিকে প্রমান ছাড়া জামায়াতকে দোষী করছে এতে করে আলীগ কুকর্ম করার বাড়তি প্রেরনা পাচ্ছে কারন যত দোষ নন্দ ঘোষ অপর দিকে দেশের অন্যান্য সমস্যা গুলোকে পিছনে ফেলে দিয়েছে।শাহবাগতো এখন সরকারে অতি কচলানিতে তিতা হয়ে গেছে।সরকার যেটা বলছে শাহবাগ সেটা বলছে মিডিয়াও বিচার বিবেচনা ছাড়া একই কথা বলছে যেটা আগে বলত না।শাহবাগকে এক পেশে সমর্থন দেওয়ার কারনেই মিডিয়া আজ প্রশ্নবিদ্ধ।যা দেখছি তাতে মনে হচ্ছে শাহবাগ মিডিয়াকে ব্লাকমেইল করল।দেশের বর্তমান সংকট উত্তোরনে মিডিয়া তার যথাযোগ্য ভুমিকা পালন করছে না।মিডিয়া যদি এমুহুর্তে সঠিক পথে না আসে তবে জনগনের শেষ ভরসা টুকুও নিঃশেষ হয়ে যাবে।

বিষয়: রাজনীতি

১৫৮১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File