শালা এখন ফইন্নি

লিখেছেন লিখেছেন Bhabsi ki Hote Pare ০৬ জানুয়ারি, ২০১৫, ১১:০২:০৪ সকাল

নাহ আমি কাউকে গালি দিচ্ছি না।একটা শব্দের বিবর্তনের কথা বলবো।

আমরা আগে ফ্রেন্ড সার্কেলে কথা বলার সময় একজন অন্যজনকে দুষ্টুমি করে শালা বলতাম।

-কিরে শালা ভাব লস? কল রিসিভ করছ না।

এবং এটি আমাদের সিনেমায়ও বন্ধুদের সাথে ঠাট্টার সিনে ব্যবহার করা হত।পশ্চিমবঙ্গে এর ব্যবহার প্রচুর।ওরা অবশ্য শালা বলে না ছালা বলে।

সে যাইহোক ওদের স এ ঝামেলা আছে।

কয়েক বছর ধরে একটি জনপ্রিয় নাটক সিকান্দার বক্স।সিকান্দার চরিত্রে রয়েছেন শক্তিমান অভিনেতা মোশারফ করিম।সিকান্দারের মুদ্রা দোষ হল,ফইন্নি বলা।ফইন্নির ঘরের ফইন্নি।এর শুদ্ধ বাংলা ফকিন্নির ঘরের ফকিন্নি।আমাদের ভদ্র সমাজে এটা মোটামুটি একটা ভয়ংকর গালি।কিন্তু এটা সিকান্দারের মুদ্রা দোষ।সে সবাইকে এটা বলে।

এবং এটি এতই জনপ্রিয় হয় যে,এখন সবাই এটা হরহামেসা ব্যবহার করছে।স্বাভাবিক ভাবেই করছে।

ফ্রেন্ড সার্কেলে এখন মোটামুটি ভাবে সালার বিলুপ্তি ঘটেছে।সবাই ফইন্নি ব্যবহার করছে।

এক বন্ধু অন্য বন্ধুকে খোঁচা দিল,

-ঐ ফইন্নি খোচা দ্যাছ ক্যারে!!

আমি অনেক নিজের এবং অন্য অনেকের ফ্রেন্ড সার্কেলে এট লক্ষ্য করেছি।

ফইন্নির সাথে আছে ক্যারে(কেন)।

-এরকম করছ ক্যারে।হা হা হা।

এটা মূলত আমাদের নাটকের জনপ্রিয়তা কে প্রকাশ করে।আমাদের সিনেমার ডায়ালগ গুলো অখাদ্য।দীর্ঘ কয়েক যুগ ধরে একই ডায়ালগ ব্যবহার হচ্ছে।এখন আমরা চোখ বন্ধ করে বলে দিতে পারি সিনেমার কোন দৃশ্যে কোন ডায়ালগ ব্যবহার হবে।

সেখানে আমাদের নাটক গুলো প্রচুর জনপ্রিয়তা লাভ করেছে।বিশেষ করে মোশারফ করিমের নাটক।একেক নাটকে একেক অভিনয় একেক রূপ দর্শকদের মুগ্ধ করে করছে।

তার অভিনয়ের শক্তিমত্তা শালাকে ফইন্নি বানিয়ে দিল।

বিষয়: বিবিধ

১৯৬০ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

299491
০৬ জানুয়ারি ২০১৫ দুপুর ০১:০০
লজিকাল ভাইছা লিখেছেন : আমার মনেহয়, ফইন্নি এখন শালার পরে বসে। যেমন শালা ফইন্নি !!!!
অবশ্য একটা জায়গায় শালা এখন শালাই আছে । সেটা হল শিক্ষক সমাজ। দুনিয়ার সকল শিক্ষকই ছাত্র সমাজের কাছে শালা লাগে ।
299493
০৬ জানুয়ারি ২০১৫ দুপুর ০১:০৩
Bhabsi ki Hote Pare লিখেছেন : দুনিয়ার
সকল শিক্ষকই ছাত্র সমাজের
কাছে শালা লাগে ।

বক্তব্যটি অসত্য
299597
০৬ জানুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:৫৬
নোমান২৯ লিখেছেন : কিন্তু নাটকগুলো তো ডায়ালগ নির্ভর হয়ে যাচ্ছে ।কোন মেসেজ নাই এসব নাটকে ।শুধুমাত্র হাস্যরস ছাড়া ।ধন্যবাদ ।
299607
০৬ জানুয়ারি ২০১৫ রাত ০৮:৩৪
Bhabsi ki Hote Pare লিখেছেন : কিন্তু যেসব নাটকে ম্যাসেজ থাকে সে গুলো কিন্তু খুব একটা জনপ্রিয়তা পাই না।
আগে বিটিভি তে হুমায়ূন আহমেদ এর নাটকের শুরুতেই বলা হত, "এটি হাসির নাটক,এখামে শিক্ষনীয় কিছু নেই"।আমরা জানি হুমায়ূন আহমেদের নাটক গুলো কি পরিমান জনপ্রিয়তা লাভ করে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File