সংসদ না মীরাক্কেল

লিখেছেন লিখেছেন Bhabsi ki Hote Pare ২০ জুন, ২০১৩, ১১:১৯:৫৩ সকাল

আমাদের সংসদ কে মীরাক্কেলের(Zবাংলার কমেডি শো) সাথে তুলনা করলে কেমন হয়।

ব্যাখ্যা করি,

সংক্ষেপে মীরাক্কেলঃ

মীরাক্কেলে প্রতিযোগীদের প্রতিটি জোকস শেষে কৃত্রিম একটা হাসির টোন বাজানো হয়।জোকস টা খুব বেশী সুন্দর না হলেও টোন বাজানো হয়।

আমাদের সংসদ,

প্রধানমন্ত্রী বক্তব্য দিচ্ছেন,আর উনার চামচা টাইপের সাংসদের হাত উঁচু করে আছেন যখনই প্রধানমন্ত্রীর এক লাইন শেষ হবে তখনই তারা বেঞ্চ তালি দিবেন।প্রধানমন্ত্রী কি বলল সেটা মুখ্য নয় মুখ্য হল কে কত জোরে তালি বাজাতে পারে।তাহলে দলে তার অবস্থা তত ভাল হবে।

মীরাক্কেলের রনি যেমন তার প্রতিটি পারপরমেঞ্চ বলে "আশেপাশে সুভংকর দা নাইতো"

তেমনি প্রধানমন্ত্রী তার প্রতিটি বক্তব্যে খালেদা জিয়াকে প্রশ্ন করেন "আমি মাননীয় বিরোধীদলীয় নেত্রীকে প্রশ্ন করতে চাই উনারা কেন(......)করেননাই?"

প্রধানমন্ত্রী ভুলে যান যে উনারা না করার কারনেই ক্ষমতা হারিয়েছে।আপনি করবেন বলে।উনারা করে নাই আমিও করব না একথা বলে পার পাবেননা।

আর না করার ব্যাপারটা শুধু মাত্র ভাল কাজের ক্ষেত্রে।

কোন খারাপ কাজ করলে উদাহরন হিসেবে চলে আসে বিএনপি আগে কি করেছে যেমনঃ

শেয়ার বাজার হলমার্কের কথা বললে উনি হাওয়া ভবনের কথা বলেন।অর্থাত্‍ বিএনপি দূর্নীতি করছে তাই আমরাও করব।বিএনপির আমলে খুন হয়েছে আমরাও করব।এদিক থেকে বিএনপি থেকে একধাপ এগুলেও সমস্যা হয় না।শুধু ভাল কাজের ক্ষেত্রেই সমস্যা।আমার এক মামা একবার ভীষণ বিরক্ত হয়ে বলেছিলেন "বিএনপি কুত্তা ছিল তাই তোরাও কুত্তা হবি?"

আর সংসদে প্রধানমন্ত্রী যেসব বক্তব্য গুলো দেন ঐসব বক্তব্য অনেকটা এরকম,

পাড়ার মূর্খ নেতা কোন বক্তৃতা দিচ্ছেন তার সাঙ্গপাঙ্গরা নাবুঝেই হাততালি দিচ্ছেন।

রানা প্লাজা ধ্বসে পড়ল,

প্রধানমন্ত্রীর কোন দরকার ছিল না রানা কোনদলের তা প্রমান করা।বরং তিন যদি বলতেন রানা কে যুবলীগ থেকে বহিষ্কার করা হল এবং তাকে আইন অনুয়ারী শাস্তি দেওয়া হবে।তাহলে জনগন আরও বেশী খুশি হত।কি দরকার নিজে বাঁচতে এরকম মিথ্যা বলা।প্রধানমন্ত্রী নিজের দোষ স্বীকার করলে তার গ্রহনযোগ্যতা কমতা বরং জনগন ভালভাবে এ জিনিসটা গ্রহন করত।

এবার সংসদে বললেন উনার ছেলে ইহুদি নয় খিষ্ট্রান মেয়ে বিয়ে করেছে।কি দরকার ছিল?

ইসলামের বড় শত্রু ইহুদি তাই উনি বোঝাতে চেয়েছেন উনার ছেলে খিষ্ট্রান মেয়ে বিয়ে করে কম অপরাধ করেছে।ইসলাম মতে খিষ্ট্রান ইহুদি নয় অমুসলিমদের বিয়ে নিষিদ্ধ।

বিরোধী দলের বক্তব্যের জবাব দিতে এসব কথা না বললেও হয়।প্রধানমন্ত্রী বক্তব্য দিবেন দেশ জাতির কল্যান কতটুকু করেছেন,উত্তর দিবেন দেশ জাতি সংশ্লিষ্ট বিষয়ে।রঙ্গ তামাশার জায়গা সংসদ নয়।

বিরোধী দলের বেফাঁস প্রশ্ন অযৌক্তিক তথ্যের জবাব দিতে উনার অনেক .............ধরনের সাংসদেরা রয়েছে।অন্তত প্রধানমন্ত্রী যেন দেশ জাতির কথা কল্যানে বক্তব্য দেয়।কারন মানুষ সংসদে অন্য কারো নয় প্রধানম্ত্রীর বক্তব্য শুনে তার বক্তব্য থেকে ভাল কিছু আশা করে।বিটিভি দুইবার করে তার বক্তব্য প্রচার করে।আশা করি প্রধানমন্ত্রীর বক্তব্য জন কল্যানমুখী হবে।আমরা মীরাক্কেল নয় বাংলাদেশের সুষ্ঠ সংসদ ব্যবস্থা দেখতে চাই।

বিষয়: রাজনীতি

২০২৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File