টুডে ব্লগের ব্লগারদের ভাষার ব্যবহার...............
লিখেছেন লিখেছেন Bhabsi ki Hote Pare ০৪ এপ্রিল, ২০১৩, ১২:৩০:২৮ রাত
অল্প সময়ে জনপ্রিয়তা পাচ্ছে টুডে ব্লগ।টুডে ব্লগের প্রায় সব ব্লগারই একটিব।প্রায় প্রতি মিনিটে মিনিটে ব্লগাররা তথ্য তত্ত্বের যুক্তি দিয়ে লেখা প্রকাশ করছে।তারা মোটামুটি অনলাইনে একটিব এবং দেশের সামগ্রিক পরিস্থিতি খুব সুক্ষ্রভাবে বিশ্লেষণ করে লেখা প্রকাশ করছে।তবে যে জিনিসটাই আমি ব্যক্তিগত ভাবে খুবই আনন্দিত এবং যেটা টুডে ব্লগের প্লাস পয়েন্ট সেটা হল ব্লগারদের ভাষার ব্যবহার।অতি মার্জিত ভাষায় তার লেখা প্রকাশ করছে।যেটা অন্যান্য ব্লগে দেখা যায়না।ব্লগাররা যুক্তি উক্তি দিয়ে লেখা প্রকাশ করছে।তাদের ভাষার ব্যবহারে আমি মুগ্ধ।যখন কারো সম্পর্কে আক্রমাত্মক লেখা পোষ্ট করে সেখানেও মার্জিত ভাষা এবং যৌক্তিক কারন দেখিয়ে লেখা পোষ্ট করে।
আমার সকলের কাছে একটা আকুতি থাকে, "যখন কোন লেখা লিখবে কিংবা বলবে অন্তত আমার সাথে যেন মার্জিত ভাষায় কথা বলে বা আমাকে নিয়ে মার্জিত ভাষায় লিখে"।সেক্ষেত্রে টুডে ব্লগের সবাই মার্জিত ভাষার অধিকারী।
তাই আমার তরফ থেকে টুডে ব্লগের সকল ব্লগারদের অনেক অনেক অনেক ধন্যবাদ।আর বিশেষ ধন্যবাদ সম্পাদক কে কারন তিনি ব্লগারদের মতের গুরত্ব দেন।
তবে ব্লগারদের প্রতি একটা অনুরোদ আমরা যেন কোন ব্যক্তি, দল বা পক্ষকে একপেশে সমর্থন না দিই।
আবারও ধন্যবাদ ব্লগারদের।
বিষয়: বিবিধ
১০৭৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন