জনদূর্ভোগের কথা চিন্তা করে শাহবাগের আন্দোলন সোহরাওয়ার্দী উদ্যানে করলে কেমন হয় ?

লিখেছেন লিখেছেন মাজহার ১৮ মার্চ, ২০১৩, ১০:০৮:২৫ রাত

যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে শাহবাগের আন্দোলনকে নির্বিঘ্নে চালিযে নিতে সরকার গত ৫ ফেব্রুয়ারি থেকে শাহবাগ মোড় সকল প্রকার যানবাহন চলাচলের জন্য বন্ধ করে রেখেছে। শহরের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ থাকলে কি রকম দুর্ভোগ পোহাতে হয় তা কেবল ভুক্তভোগীরাই জানে। জাতির বৃহত্তর স্বার্থে এই কষ্টকে সইয়ে সাধারণ মানুষ অনেক দিনই কিছু বলেনি। বিশেষ করে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি হাসপাতালে আসা রোগীদের দূর্ভোগ ছিল অসহনীয়। যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়টি জাতীয় ইস্যু। ৪২ বছর পরে এই বিচার প্রক্রিয়া শুরু হলেও তা নিয়ে চলছে নানা নাটক। তাই বিচারের প্রক্রিয়া যেন কোন ভাবেই বন্ধ না হয় বা কাদের মোল্লার যাবতজীবন কারাদন্ডের মত নাটক না হয় সেজন্য বিচারের দাবিতে আন্দোলন চালিয়ে যেতে হবে। কিন্তু এ দাবির জন্য হাজার হাজার মানুষ কষ্ট করবে এমনকি এই আন্দোলনের জন্য অনেক মূমূর্ষ রোগী চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হবে এটি কোন বিবেকবান মানুষ মানতে পারে না। যেহেতু এই এটি অহিংস আন্দোলন তাই এই আন্দোলন শাহবাগের পাশে সোহরাওয়ার্দী উদ্যান অথবা টিএসসি মোড়েও হতে পারে। আন্দোলনের জন্য বিকল্প জায়গা যা জনসাধারণের যাতায়াতে কোন সমস্যা করে না তা চিহ্নিত করা দরকার। অনেক দেরি করে হলেও প্রথম আলো আজ (১৮ মার্চ)এ বিষয়ে রিপোর্ট প্রকাশ করেছে। অন্যান্য পত্রিকাতেও এ বিষয়টি নিয়ে রিপোর্ট করা প্রয়োজন।

বিষয়: বিবিধ

৯০৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File