যিলহজ্জের প্রথম দশক: গুরুত্ব, তাৎপর্য ও করণীয়
লিখেছেন লিখেছেন ফজলে রাব্বী ৩০ সেপ্টেম্বর, ২০১৪, ০২:৩৬:৪৯ দুপুর
রমজানের পর দীর্ঘমেয়াদি ইবাদতের মৌসুম হলো যিলহজ্জের প্রথম ১০দিন। বছরের যেকোন দিনের চেয়ে এই দিনগুলো শ্রেষ্ঠ এবং আল্লাহর নিকট প্রিয়। স্বয়ং আল্লাহ তা'আলা এই মাসের প্রথম দশটি রাতের শপথ করেছেন কুরআনের সুরা ফজরের ২-৩ নং আয়াতে। সুরায়ে হজ্জের ২৮নং আয়াতে বলা হয়েছে, তারা আল্লাহর নামের স্মরণ করে নির্দিষ্ট দিনসমুহে । সাহাবী হযরত ইবনে আব্বাস র. বলেছেন, নির্দিষ্ট দিন বলে এখানে যিলহজ্জের প্রথম দশককে বুঝানো হয়েছে।–(ইবনে কাছীর)
বোখারীর বর্ণনা মতে রাসুল সা. বলেছেন,-'ভাল আমলের জন্য আল্লাহর নিকট এই দিনগুলোতে চেয়ে প্রিয় কোন দিন নেই; এমনকি আল্লাহর রাহে জিহাদও এই দিনসমুহের ইবাদতের চেয়ে শ্রেষ্ঠ নয়।'
ইবনে হাজার আসকালানী রহ: বলেন-'যিলহ্জের প্রথম দশটি দিনের বিশেষ গুরুত্বের কারণ হলো, এই দিনগুলোতে ইসলামের ৫টি রুকন বা প্রধান আমল সমূহের সমাহার রয়েছে। যেমন ঈমান ও সালাত অন্য দিনগুলোর মতো এদিনগুলোতেও বিদ্যমান। যাকাত বছরের অন্য যেকোন সময়ের মতো এ সময়েও প্রদান করা যায়। আরাফার দিনে রোযার প্রতি গুরুত্বারোপের ফলে ইসলামের আরেকটি রোকন- সিয়ামেরও নজীর এই দশকে পাওয়া গেলো। আর পঞ্চম রুকন বা হজ্জ ও কুরবানীর বিধান তো কেবল এই দশকেই পালনযোগ্য। তাই মাস হিসেবে রমজান আর দিন হিসেবে এই দশক শ্রেষ্ঠ দিবস বলে হাদীসে বর্ণিত হয়েছে। মুসনাদে আহমাদ ও বাযযারে বর্ণিত হাদীসে এই দিনগুলোকে দুনিয়ার শ্রেষ্ঠ দিন বলা হয়েছে।
যিলহজ্জের প্রথম দশকের ৯টি আমল:
(১) আল্লাহকে অধিক পরিমানে স্মরণ করা।-সুরা হজ্জ২৮
(২) অধিক পরিমাণে নেক আমল করা।-বোখারী মুসলিম
(৩) পাপের পথ না মাড়ানো।–প্রাগুক্ত
(৪) সামর্থবান হলে হজ্জ করা।-বোখারী মুসলিম
(৫) সামর্থবান হলে কুরবানী করা।-সুরা কাউসার ৩-তিরেমিযী
(৬) কুরবানিচ্ছুক ব্যক্তি এই দশ দিন নখ চুল ইত্যাদী কর্তন না করা।– মুসলিম
(৭) বেশি বেশি তাকবীর তাহমীদ ও তাহলীল পাঠ করা-যথা আল্লাহু আকবার আল্লাহু আকবার লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। -বোখারী
(৮) একই দুআ আইয়ামে তাশরীকে (ঈদের দিন ও তার পরে আরো দুই দিন) প্রতি নামাজের পর পাঠ করা।–প্রগুক্ত
(৯) আরাফার দিনে রোযা রাখা।–মুসলিম
সম্মানিত পাঠক, যিলহজ্জ তো কতবারই এসেছে। আপনার জীবনের একটি যিলহজ্জেও কি কুরআন-হাদীসে বর্ণিত উপরোল্লিখিত গুরুত্বারোপের ছাপ পড়েছে? উত্তর না বাচক হলে এই যিলহজ্জটি আপনার জন্য বিশাল সুযোগ। কে জানে আগামী যিলহজ্জ আপনার বরাতে আছে কি না! আল্লাহ তা'আলা আমাদের সকলকে তাঁর সন্তুষ্টি অর্জনের সব উপায় অবলম্বনের তাউফীক দান করুন।
বিষয়: বিবিধ
১২৫৭ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আল্লাহ তা'আলা আমাদের সকলকে তাঁর সন্তুষ্টি অর্জনের সব উপায় অবলম্বনের তাউফীক দান করুন। আমীন ।
আল্লাহ তা'আলা আমাদের সকলকে তাঁর সন্তুষ্টি অর্জনের সব উপায় অবলম্বনের তাউফীক দান করুন। আমীন ।
===========
ফেরারী মন লিখেছেন : জীবনে চলার আমল কিছুটা হলেও জানি কিন্তু মানতেই একটু কষ্ট হয়। তবুও চেষ্টা করি যাতে অন্তত খারাপ কাজটা না হয়।
============
আমিন। ভালো লাগলো অনেক ধন্যবাদ
জিলহজ্জ মাসের আইয়ামে তাশরিক(১০-১৩ তারিখ) এর দিনগুলিও গুরুত্বপুর্ন।
মন্তব্য করতে লগইন করুন