বগুড়ায় হেফাজতে ইসলামের শানে রেসালত সম্মেলনে লাখো মানুষের বাঁধভাঙ্গা ঢল(বিরোধীতাকারীদের প্রবেশের দাওয়াত);আসল গণজামায়েত কারে কয়?
লিখেছেন লিখেছেন ফজলে রাব্বী ৩০ এপ্রিল, ২০১৩, ১০:৩৩:২৮ রাত
আলহামদুলিল্লাহ! সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। নানান কল্পনা জল্পনার মধ্য দিয়ে আজ বগুড়ায় বিশাল শানে রেসালত সম্মেলন হয়ে গেল।
একঝাঁক আলেমদের আগমণ ঘটেছিল আজ বগুড়ার মাটিতে।
আনন্দের বিষয় এই অধমও সেখানে উপস্থিত ছিল ও একটি বিশেষ গুরুদায়িত্বও পালন করেছে।
উপমহাদেশের সর্বজন শ্রদ্ধেয় আলেমেদ্বীন আল্লামা শাহ আহমদ শফী সাহেবও এসছিল আজকের মহা সম্মেলনে।সুখের কথা হলো আজকের এই শানে রেসালত সম্মেলন দিগন্ত টিভিতে মোটামোটিভাবে লাইভ দেখিয়েছে। আল্লামা শফীর সম্পূর্ণ বয়ান ও বিশেষ মোনাজাত আপনারা হয়ত আপনারা টিভিতে দেখে থাকবেন।
বিস্ময়ের বিষয়! বগুড়াবাসী ইতিপূর্বে এত বিশাল গণজমায়েত দেখেছে কিনা সন্দেহ। অনেকের মুখেই শোভা পাচ্ছিল 'আসল গণজামায়েত কারে কয় দেইখা যাও'।
তবে কিছু জায়গায় মাহফিলে আসার ব্যাপারে সরকারী মদদে বাধাও প্রদান করা হয়েছে!!!
মাহফিল শুরুর পূর্বেই মাহফিলস্থল কানায় কানায় ছিল পূর্ণ।
প্রচন্ড তাপদাহে বলতে গেলে চান্দি ফাটা গরমে লাখো লাখো তৌহিদী জনতার ঢল নেমেছিল বগুড়ার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঐতিহাসিক এই সম্মেলনে।
যাই হোক আপনার খেদমতে সাধের ক্যামেরায় বন্দি করা কিছু শেয়ার করছি।
ভাল লাগলে দয়া করে জানাবেন।
তবে আপনাদের কাছে আমার ছোট্ট প্রশ্ন-সেটা হলো ছবিগুলো দেখে দয়া করে বলবেন আসল গণজমায়েত কারে কয়?
বিষয়: বিবিধ
১৬২৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন