হেফাজতে ইসলাম মহাসম্মেলনে দুই’শ মাইক টানানো হয়েছে

লিখেছেন লিখেছেন ফজলে রাব্বী ৩০ এপ্রিল, ২০১৩, ১২:৪৪:০৩ রাত



হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে আগামীকাল বগুড়ায় শানে রেসালত মহাসম্মেলন অনুষ্ঠিত হবে। কেন্দ্রিয় ঈদগাহ ময়দানে সম্মেলনের কার্যক্রম শুরু হবে সকাল ১১টায়। প্রয়োজনীয় সকল প্রস্তুতি শেষ হয়েছে। নিরাপত্তার জন্য প্রস্তুত রয়েছেন সংগঠনের এক হাজার পাঁচ’শ জন স্বেচ্ছাসেবক। আয়োজকরা আশা করছেন কমপক্ষে ৫ লক্ষাধিক তৌহিদী জনতা আজকের মহাসম্মেলনে অংশগ্রহন করবেন। দলমত নির্বিশেষে লাখ লাখ মানুষ সম্মেলনে যোগদান করবেন এমন আশা করছেন আয়োজকরা।

হেফাজতে ইসলাম বগুড়া জেলা শখার সদস্য সচিব ইঞ্জিঃ শামছুল হক জানান, সম্মেলন আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মঞ্চ প্রস্তুত হয়েছে। সম্মেলন স্থল কেন্দ্রিয় ঈদগাহ ময়দান ছাড়াও শহরের মফিজ পাগলার মোড় থেকে খান্দার বাজার, রেল স্টেশন থেকে সেউজগাড়ী আমতলা মোড়, টিটু মিলনায়তন মোড় পর্যন্ত দুই’শ মাইক টানানো হয়েছে। এছাড়াও বিপুল সংখ্যক মাইক প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজনে শহরের অন্যান্য এলাকাতেও মাইক টানানো হবে। তবে, প্রশাসনের অনুরোধে সাতমাথায় কোন মাইক টানানো হয়নি। সম্মেলনে কমপক্ষে ৫ লাখ তৌহিদী জনতার সমাবেশ ঘটবে বলে তিনি আশা করছেন। হেফাজতে ইসলাম বগুড়া জেলা শাখার যুগ্মআহ্বায়ক মুফতি আব্দুল ওয়াহেদ জানান, শান্তিপূর্ন ও সুশৃংখলভাবে সম্মেলন শেষ করতে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। প্রশাসনের নিরাপত্তার বাইরেও হেফাজতের দেড় হাজারের অধিক স্বেচ্ছাসেবক নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। এসব স্বেচ্ছাসেবকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেয়া হয়েছে।হেফাজতের সম্মেলনে নিরাপত্তা দিতে স্থানীয় প্রশাসন প্রয়োজনীয় উদ্যোগ গ্রহন করেছে। পুলিশের ঊর্দ্ধতন কর্মকর্তারা আজ দুপুরে সম্মেলন স্থল পরিদর্শন করেছেন।

বিষয়: বিবিধ

১৪৪৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File