আমার দেশের এই দূর্দীনে আসুন পাশে দাড়াই(দয়া করে কেউ মিস করবেন না)

লিখেছেন লিখেছেন ফজলে রাব্বী ২৫ এপ্রিল, ২০১৩, ১১:২৬:৫৩ রাত





গত কিছুদিন সত্যের পথের লড়াকু সৈনিক, সাহসের বাতিঘর, বাংলার বাঘ মাহমুদুর রহমান ও আমার পরিবারের উপর আওয়ামী বাকশাল সরকার যে ধরণের জুলুম করেছে তা ইতিহাসের পাতায় বড়ই বিরল!!!

গত ১৪ তারিখ থেকে দেশের অন্যতম পাঠক নন্দিত পত্রিকা আমারদেশ পত্রিকা বন্ধ আছে।

এটা আমাদের দেশের জন্য দুঃখজনক বৈ কিছুই না।

আমারদেশ পত্রিকা ছাপা বন্ধ করলেও তাদের ওয়েব সাইটে নিয়মিতই আপডেট করত। আজ হঠাতই ওয়েব সাইটে ঢুঁ মারতেই একটা নোটিশ দেখতে পেলাম। সেখানে বলা হয়েছে আপনার প্রতিদিনের মোবাইলের কিংবা পান খাওয়ার টাকা ২টাকা হলেও যেন মাসে তাদেরকে ৬০ টাকা করে সাহায্য করা হয়।

দেশের অন্যতম একটি পাঠক নন্দিত পত্রিকার এমন আকুতি দেখে মনটা খুবই খারাপ হয়ে গেল।

পাঠকদের জন্য বিনীত আবেদন! দয়া করে দৈনিক ২টাকা হলেও যেন তাদের এ্যাকাউন্টে দেওয়া হয়। আমি তো দিবই ইনশাল্লাহ আপনি দিবেন তো বন্ধু?

বিষয়: বিবিধ

১১৮২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File