এটাই বিধির বিধান, পরের জন্য কুয়া খুঁড়লে সে কুয়ায় সে নিজেই পরবে।
লিখেছেন লিখেছেন সহিদুল ইসলাম ২৭ মার্চ, ২০১৩, ১১:৩৪:৪৯ সকাল
এটাই বিধির বিধান, পরের জন্য কুয়া খুঁড়লে সে কুয়ায় সে নিজেই পরবে।
সিংগাইর হত্যাকাণ্ডে নেতৃত্ব দেয়া সেই সার্কেল এএসপি কামরুল : চারদলীয় জোট সরকারের সুবিধাভোগী
তথঃ আমারদেশ_http://www.amardeshonline.com/pages/details/2013/03/27/193823#.UVJZ4BeBn1Y
সার্কেল এএসপি কামরুল যদি কোন অন্যায় করে থাকে তাহলে তার জন্য কে দায়ী! তাকে বি,এন,পির আমলেই এমন করে তৈরি করা হয়েছিল যেন, আওয়ামীলীগ কর্মীদেরকে ঘায়েল করে রাখতে পারে। আমরা কি এটা বলতে পারি না? বি,এন,পি এএসপি কামরুলকে দিয়ে এই ঘটনা ঘটিয়েছে, যাতে সরকারের প্রতি জনগনের বিরুপ ধারনা জন্মে।
ইতিহাস থেকে আমরা শিক্ষা নেই, আমরা সবাই জানি যে, নবী করিম (সঃ) এর জন্য আবু জেহেল যে কুয়া তৈরি করেছিল সেই কুয়ায় সে নিজেই পড়েছিল এবং নবী করিম (সঃ) ই আবু জেহেলকে উদ্ধার করেছিল।
এটাই বিধির বিধান, পরের জন্য কুয়া খুঁড়লে সে কুয়ায় সে নিজেই পরবে।
মোহাম্মাদ সহিদুল ইসলাম
বিষয়: বিবিধ
১০০০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন