জনগণ যদি আপনার উপাধি নিয়ে প্রশ্ন তুলে, তাহলে জাতি এ লজ্জা রাখবে কোথায়।
লিখেছেন লিখেছেন সহিদুল ইসলাম ১৮ মার্চ, ২০১৩, ০৭:০৪:২৭ সন্ধ্যা
জনগণ যদি আপনার উপাধি নিয়ে প্রশ্ন তুলে, তাহলে জাতি এ লজ্জা রাখবে কোথায়।
বঙ্গবীর কাদের সিদ্দিক সাহেব,
একটি চিরন্তন বানী আপনাকে মনে করিয়ে দেই, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন।
আপনাকে ভুলে গেলে চলবে না যে, মুক্তিযুদ্ধে অন্যতম ভূমিকা রেখেছেন, সে জন্য বাঙ্গালী জাতি আপনার কাছে কৃতজ্ঞ আর সে জন্যই বঙ্গবীর। আপনার উপাধি যদি আপনি রক্ষা না করেন তাহলে কে রক্ষা করবে। আপনি যদি এত সত্য বলবেন তাহলে এতদিন কোথায় গিয়ে ছিলেন? দিগন্ত টিভিতে জামায়াতের পক্ষে উকালতি করার সময় মনে থাকে না যে, আপনি একজন মুক্তিযোদ্ধা? "গোলাম আযম শান্তি কমিটি গঠনের সাথে জড়িত ছিল না"- এই ধরণের সাফাই সাক্ষী দিগন্ত টিভিতে দেওয়ার সময় মনে থাকে না যে, আপনাকে মুক্তিযোদ্ধে অবদানের জন্য বীরোত্তম উপাধি দেওয়া হয়েছিল? যে রাজাকারের জন্য এত কথা বলতেছেন, সেই রাজাকাদের দিগন্ত টিভিতেই আপনার প্রতিবাদ। এতে কি আমরা বলতে পারিনা যে, জামায়াত শিবিরের ভূত কাদের আপনাকে পেয়ে বসেছে।
মনে রাখবেন কারো কাছ থেকে কোন কিছু কেড়ে নিলেই কেড়ে নেওয়া হয় না। জনগণ যদি আপনার উপাধি নিয়ে প্রশ্ন তুলে তাহলে, জাতি এ লজ্জ্যা রাখবে কোথায়।
মোহাম্মাদ সহিদুল ইসলাম
বিষয়: বিবিধ
১০৩৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন