জানতে চেওনা তুমি কেমন আছি আমি

লিখেছেন লিখেছেন সহিদুল ইসলাম ১৪ মার্চ, ২০১৩, ০৭:৩৩:৪২ সকাল

জানতে চেওনা তুমি কেমন আছি আমি

জানতে চেওনা তুমি কেমন আছি আমি,

মনটা কবেই মরে গেছে,

শুধু আছে দেহখানি,শুধু আছে দেহখানি।

জানতে চেওনা তুমি কেমন আছি আমি,

মনটা কবেই মরে গেছে,

শুধু আছে দেহখানি,শুধু আছে দেহখানি।

অনেক স্বপ্ন বুকে নিয়ে তুমায় বেসেছিলাম ভালো,

তুমি হবে আমার ঘরের পূর্ণিমারই আলো।

দিয়েছিলে কথা তুমি হাতে রেখে হাত,

কথায় কথায় হয়েছে কত রজনী প্রভাত।

সেই কথা কি একটুও মনে করনা তুমি__

মনে করনা তুমি।

জানতে চেওনা তুমি কেমন আছি আমি,

মনটা কবেই মরে গেছে,

শুধু আছে দেহখানি, শুধু আছে দেহখানি।

তুমার স্পর্শে স্বর্গ সুধা পেতাম আমি খুঁজে,

তুমি বীনে হাহাকার করে আমার বুকের মাঝে,

তুমি ছাড়া বুকটা আমার,

ধুধু মরুভূমি, ধুধু মরুভূমি।।

জানতে চেওনা তুমি কেমন আছি আমি,

মনটা কবেই মরে গেছে,

শুধু আছে দেহখানি, শুধু আছে দেহখানি।

৬০ মিনিটে এক ঘণ্টা হয়, ৬০ সেকেন্ডে মিনিট।

মনটা আমার খুঁজে ফেরে,

কেবা আমায় বলতে পারে,

১ সেকেন্ডে কয় বছর হয়__

তুমি ছাড়া আমি, তুমি ছাড়া আমি।

জানতে চেওনা তুমি কেমন আছি আমি

মনটা কবেই মরে গেছে,

শুধু আছে দেহখানি, শুধু আছে দেহখানি।।

মোহাম্মাদ সাহিদুল ইসলাম (সিঙ্গাপুর প্রবাসী )

(M.com _Management, N.U._BD._1998)

মেইল_

H/P_6584027281

বিষয়: সাহিত্য

১২২০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File