তবু এ মন সপ্ন দেখে তুমাকে পাবার

লিখেছেন লিখেছেন সহিদুল ইসলাম ১২ মার্চ, ২০১৩, ০২:০৫:১২ দুপুর

তবু এ মন সপ্ন দেখে তুমাকে পাবার

জানি তুমি ফিরে কভু আসবেনাকো আর,

তবু এ মন সপ্ন দেখে তুমাকে পাবার।।

আমায় তুমি নিঃস্ব করে,

চলে গেছ বহুদূরে।

তুমার জন্য সদায় বুকটা করে হাহাকার,

তবু এ মন স্বপ্ন দেখে তুমাকে পাবার।।

ও পাষাণী, পাষাণ তুমি, পাষাণ হৃদয় তোর,

একটুও দয়া নাই কিরে তোর বুকেরই ভিতর,

এত কঠিন কেন, করল বিধি হৃদয়টা তুমার,

তবু এ মন সপ্ন দেখে তুমাকে পাবার।।

যাবেই যদি চলে তুমি আমায় একা ফেলে,

এসেছিলে কেন তুমি আলোর প্রদীপ জ্বেলে ।।

সেই আলোর প্রদীপ নিভিয়ে তুমি হইলে নির্বিকার,

তবু এ মন সপ্ন দেখে তুমাকে পাবার।।

দূর হতে দূর বহু দূরে,

আছো তুমি অনেক দূরে,

জানি তুমায় পাবার সপ্ন কভু বাস্তব না'হবার,

তবু এ মন সপ্ন দেখে তুমাকে পাবার।।

জানিনা কোথায় আছো ? কেমন আছো ?

যেথায় থেকো ভাল থেকো,

বিধাতার কাছে এই মিনতি রহিল আমার,

তবু এ মন সপ্ন দেখে তুমাকে পাবার।।

মোহাম্মাদ সহিদুল ইসলাম (সিঙ্গাপুর প্রবাসী )

(M.com _Management, N.U._BD._1998)

মেইল_

H/P_৬৫৮৪০২৭২৮১

বিষয়: সাহিত্য

১০৫৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File