আপনি জানেন কি বাংলা ১২ মাস ও ৭ দিনের নাম কোথা থেকে এসেছে?

লিখেছেন লিখেছেন সহিদুল ইসলাম ১৩ এপ্রিল, ২০১৩, ০৯:১৫:১৩ সকাল

আপনি জানেন কি বাংলা ১২ মাস ও ৭ দিনের নাম কোথা থেকে এসেছে? আসুন জেনে নেই।

মাসঃ

বঙ্গাব্দের বারো মাসের নামকরণ করা হযেছে নক্ষত্রমন্ডলে চন্দ্রের আবর্তনে বিশেষ তারার অবস্থানের উপর ভিত্তি করে । বাংলা মাসের এই নামগুলি হচ্ছেঃ

• বৈশাখ - বিশাখা নক্ষত্রের নাম অনুসারে

• জ্যৈষ্ঠ - জ্যেষ্ঠা নক্ষত্রের নাম অনুসারে

• আষাঢ় - উত্তর ও পূর্ব আষাঢ়া নক্ষত্রের নাম অনুসারে

• শ্রাবণ - শ্রবণা নক্ষত্রের নাম অনুসারে

• ভাদ্র -উত্তর ও পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের নাম অনুসারে

• আশ্বিন - অশ্বিনী নক্ষত্রের নাম অনুসারে

• কার্তিক - কৃত্তিকা নক্ষত্রের নাম অনুসারে

• অগ্রহায়ণ(মার্গশীর্ষ) - মৃগশিরা নক্ষত্রের নাম অনুসারে

• পৌষ - পুষ্যা নক্ষত্রের নাম অনুসারে

• মাঘ - মঘা নক্ষত্রের নাম অনুসারে

• ফাল্গুন - উত্তর ও পূর্ব ফাল্গুনী নক্ষত্রের নাম অনুসারে

• চৈত্র - চিত্রা নক্ষত্রের নাম অনুসারে

সম্রাট আকবর কর্তৃক প্রবর্তিত তারিখ-ই-ইলাহী-র মাসের নামগুলি প্রচলিত ছিল পারসি ভাষায়, যথা: ফারওয়াদিন, আর্দি, ভিহিসু, খোরদাদ, তির, আমারদাদ, শাহরিযার, আবান, আযুর, দাই, বহম এবং ইসক্নদার মিজ।

দিন

বাংলা সন অন্যান্য সনের মতোই সাত দিনকে গ্রহণ করেছে এবং এ দিনের নামগুলো অন্যান্য সনের মতোই তারকামন্ডলীর উপর ভিত্তি করেই করা হয়েছে।

• সোমবার হচ্ছে সোম বা শিব দেবতার নাম অনুসারে

• মঙ্গলবার হচ্ছে মঙ্গল গ্রহের নাম অনুসারে

• বুধবার হচ্ছে বুধ গ্রহের নাম অনুসারে

• বৃহস্পতিবার হচ্ছে বৃহস্পতি গ্রহের নাম অনুসারে

• শুক্রবার হচ্ছে শুক্র গ্রহের নাম অনুসারে

• শনিবার হচ্ছে শনি গ্রহের নাম অনুসারে

• রবিবার হচ্ছে রবি বা সূর্য দেবতার নাম অনুসারে

বাংলা সনে দিনের শুরু ও শেষ হয় সূর্যোদয়ে । ইংরেজি বা গ্রেগরিয়ান বর্ষপঞ্জির শুরু হয় যেমন মধ্যরাত হতে ।

তথ্যঃ উইকিপিডিয়া অবলম্বনে।

মোহাম্মাদ সহিদুল ইসলাম (সিঙ্গাপুর প্রবাসী )

(M.com _Management, N.U._BD._1998)

মেইল_

বিষয়: বিবিধ

১৫২১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File