হেফাজতে ইসলামের সকলের প্রতি আমি শ্রদ্ধা রেখে আমি বলব, কারো পক্ষে উকালতি না করে সকল অপরাধীদের বিচার দাবী করুন
লিখেছেন লিখেছেন সহিদুল ইসলাম ০৭ এপ্রিল, ২০১৩, ০৮:২৯:০৩ সকাল
হেফাজতে ইসলামের সকলের প্রতি আমি শ্রদ্ধা রেখে আমি বলব, কারো পক্ষে উকালতি না করে সকল অপরাধীদের বিচার দাবী করুন
যারা আমার দেশ পত্রিকার পক্ষে উকালতি করছেন তাদেরকে আমি বলব, আপনারা তথ্য প্রযুক্তি আইন ২০০৬ এর ৫৬ এবং ৫৭ ধারা এবং দণ্ডবিধি ২৯৫/২৯৫(ক)/২৯৮, ১২৪(এ) ও ৫০৫(এ) ধারা ধারা ভাল করে পড়ুন।
অপরাধের বিচার বাধাগ্রস্ত করতে আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক পরস্পর যোগসাজশে বিচারপতি নিজামুল হকের গোপন তথ্য প্রকাশ করে ট্রাইব্যুনালের কর্মকাণ্ডে হস্তক্ষেপ ও ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করেছেন বলেও অভিযোগ করা হয়েছে।___ প্রথম আলো
তথ্যঃ http://www.prothom-alo.com/detail/news/313105
আমার দেশ পত্রিকা বন্ধ কিংবা মাহমুদুর রহমানকে গ্রেফতার করা হলে হেফাজতে ইসলাম কোটি কোটি জনতাকে সঙ্গে নিয়ে গোটা দেশ অচল করে দেবে।__ আমার দেশ
তথ্যঃ http://www.amardeshonline.com/pages/details/2013/04/07/195476#.UWDMjkqgzNU
এ কথার দ্বারা কি প্রমানিত হয় ? হেফাজতে ইসলাম কি দেশে নাজ্য বিচার চায়? যদি তাই চাইবে তাহলে তারা কেন মাহমুদুর রহমানর পক্ষে দালালী করছে?
তারা ব্লগারদের শাস্তি চাচ্ছে, আমরাও চাই তবে আমরা যুদ্ধাপরাধীদের বিচার সহ সকল অপরাধীদের বিচার চাই। যুদ্ধাপরাধীদের বিচার এটা কি রাজনৈতিক? ইসলাম কি যুদ্ধাপরাধীদের বিচার সমর্থন করে না? মউদুদীবাদীরা যারা ইসলামের অপব্যাখ্যা দেয়, তাদের অনুসারীদের শাস্তি চাওয়া কি রাজনৈতিক?
সুতরাং হেফাজতে ইসলামের সকলের প্রতি আমি শ্রদ্ধা রেখে আমি বলব, কারো পক্ষে উকালতি না করে সকল অপরাধীদের বিচার দাবী করুন, তাহলে আপনাদের দাবী দুনিয়াতে যেমন গ্রহণযোগ্য হবে তেমনি আখেরেতে ও সফল হবেন, নইলে কাল কেয়ামতের ময়দানে আপনাদের এ জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে।
সহিদুল ইসলাম
বিষয়: বিবিধ
১৩৪১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন