পশ্চিমাদের ইসলাম বিতৃষ্ণা এবং বাংলাদেশের রাজনীতি নিয়ে মাহমুদুর রহমানের প্রলাপ
লিখেছেন লিখেছেন সহিদুল ইসলাম ০৩ এপ্রিল, ২০১৩, ০৯:৪৯:০৬ রাত
পশ্চিমাদের ইসলাম বিতৃষ্ণা এবং বাংলাদেশের রাজনীতি নিয়ে মাহমুদুর রহমানের প্রলাপ
মাহমুদুর রহমান সাহেব,
আপনার মন্তব্য প্রতিবেদন : পশ্চিমা দুনিয়ার ইসলাম ফোবিয়া এবং বাংলাদেশের রাজনীতি কলামটির প্রথম কিস্তিটি আমি পরেছি, আজকে দ্বিতীয় কিস্তিটিও পরলাম। জানি এ থেকে কিছুই পাবার হতয় থাকবেনা, ঠিক তাই, আপনার লেখার আগা-গোঁড়া শুধু বিএনপির জন্য অন্ধ প্রশংসা। এই প্রতিবেদনে থেকে মানুষ কি শিখবে। প্রতিবেদনে লেখা হয়েছে, ১৯৮১ সালে বাংলাদেশের ইতিহাসের সর্বাপেক্ষা জনপ্রিয় প্রেসিডেন্ট জেনারেল জিয়াউর রহমান। আমাদের তো ভুলে গেলে চলবে না যে, বিএনপির জন্ম ক্যান্টনমেন্টে। এটা আমার কথা নয়, ইতিহাস সাক্ষী দেয়।
তথ্যঃ http://www.newsasia24.com/index.php?view=details&data=International&news_type_id=1&menu_id=77&news_id=17464
আরো বহু প্রমাণ আছে।
আমরা ইতিহাসে দেখি, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জিয়াউর রহমান।
এ ক্ষেত্রে একটি নিউজের অংশ নীচে দিলামঃ
বঙ্গবন্ধু হত্যায় সম্পৃক্ততায় জিয়া-মোস্তাক গ্রেফতার: তাজুল ‘বঙ্গবন্ধুকে হত্যার পর একজন বাঙালি হিসেবে আমরা তা মেনে নিতে পারিনি। তাই সেদিন গ্রেপ্তার করেছিলাম জিয়াউর রহমান ও মোস্তাক আহমেদকে। বঙ্গবন্ধুকে হত্যায় সম্পৃক্ততার কারণেই তাদের গ্রেপ্তার করা হয়েছিল। এরপর শুরু হয় কাউন্টার ক্যু ও পাল্টা ক্যু। আমিও সেদিন গ্রেপ্তার হয়েছিলাম। জেল খেটেছিলাম। আজ প্রধানমন্ত্রী যেখানে বসবাস করেন। সেখানে আমাদের জন্য সাব জেল করা হয়েছিল।’
এ স্মৃতিচারণ মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এবিএম তাজুল ইসলামের।
তথ্যঃ http://www.banglanews24.com/detailsnews.php?nssl=528fa12eb0162657cc6299c47511cd4f&nttl=31032012100610
আপনারা ইন্টারনেট ঘাতলেই দেখবেন সকল তথ্য।
আপনি জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলেছেন, অথচ জিয়াউর রহমান নিজে কখনো এ কথা দাবি করেননি। এ বিষয়ে হাইকোর্টের রায় ও আছে স্বাধীনতার প্রথম ঘোষক হিসেবে মেজর জিয়াউর রহমানের নাম রয়েছে এমন যেকোনো প্রকাশনা বাজেয়াপ্ত করতে সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি এ বি এম খায়রুল হক ও বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চের পূর্ণাঙ্গ রায়ে এ তথ্য রয়েছে।জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসেবে অবৈধ ও অসাংবিধানিক ঘোষণাসংক্রান্ত রায় হাইকোর্ট ঘোষণা করেন গত ২০০৯ সালের ২১ জুন।
তথ্যঃ http://www.prothom-alo.com/detail/date/2010-03-03/news/41441
জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলে আপনি হাইকোর্টের রায়ও অমান্য করেছেন।
মিথ্যা এবং বিতর্কে ভরা এ প্রবন্ধ পড়ে জাতি বিভ্রান্ত হবে।
তাই আমি জাতিকে আহবান করব মিথ্যা এবং বিতর্কে ভরা এ প্রবন্ধ পড়ে যে বিভ্রান্ত না হয় ।
সহিদুল ইসলাম
বিষয়: বিবিধ
১১৯৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন