আমাদের মিছিল - আল মাহমুদ

লিখেছেন লিখেছেন মুসাফফা ১৪ মার্চ, ২০১৩, ১২:১০:২১ রাত

আমাদের এই মিছিল নিকট অতীত থেকে অনন্ত কালের দিকে।

আমারা বদর থেকে ওহুদ হয়ে এখানে,

শত সংঘাতের মধ্যে এ শিবিরে এসে দাঁড়িয়েছি।

কে জিজ্ঞেস করে আমরা কোথায় যাবো?

আমরা তো বলেছি আমাদের যাত্রা অনন্তকালের।

উদয় ও অস্তের ক্লান্তি আমাদের কোনদিনই বিহবল করতে পারেনি।

আমাদের দেহ ক্ষত-বিক্ষত।

আমাদের রক্তে সবুজ হয়ে উঠেছিল মোতার প্রান্তর।

পৃথিবীতে যত গোলাপ ফুল ফোটে তার লাল বর্ণ আমাদের রক্ত।

তার সুগন্ধ আমাদের নিঃশ্বাসবায়ু

আমাদের হাতে একটি মাত্র গ্রন্থ-আল কুরআন।

এই পবিত্র গ্রন্থ কোনদিন, কোন অবস্থায়, কোন তৌহিদবাদীকে থামতে দেয়নি।

আমরা কি করে থামি?

আমাদের গন্তব্য তো এক সোনার তোরণের দিকে, যা এই ভূপৃষ্ঠে নেই।

আমরা আমাদের সঙ্গীদের চেহারার বিভিন্নতাকে গ্রাহ্যের মধ্যে আনি না।

কারণ আমাদের আত্মার গুঞ্জন হু-হু করে বলে,

আমরা এক আত্মা, একপ্রাণ।

শহীদের চেহারার কোন ভিন্নতা নেই।

আমরা তো শাহাদাতের জন্যই মায়ের উদর থেকে পৃথিবীতে পা রেখেছি।

কেউ পাথরে, কেউ তাঁবুর ছায়ায়, কেউ মরুভূমির উষ্ণবালু কিংবা সবুজ কোন ঘাসের দেশে।

আমরা আজন্ম মিছিলেই আছি।

এর আদি বা অন্ত নেই।

পনেরো শত বছর ধরে সভ্যতাগুলোর উত্থান-পতনে আমাদের পদশব্দ থামেনি।

আমাদের কত সাথীকে আমরা এই ভূ-পৃষ্ঠের কন্দরে কন্দরে রেখে এসেছি।

তাদের কবরে ভবিষ্যতের গুঞ্জন একদিন মধুমক্ষিকার মত গুঞ্জন তুলবে।

আমরা জানি।

আমাদের ভয় দেখিয়ে শয়তান নিজেই অন্ধকারে পালিয়ে যায়।

আমাদের মুখাবয়বে আগামী উষার উদয়কালের নরম আলো ঝলকানি।

আমাদের মিছিল ভয় ও ধ্বংসের মধ্যে বিশ্রাম নেয়নি, নেবে না।

আমাদের পতাকায় কালেমা তাইয়্যেবা।

আমাদের এই বাণী কাউকে কোনদিন থামতে দেয়নি।

আমরাও থামবো না।

বিষয়: বিবিধ

২৩৩৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File